Police: পুরো সিনেমা! বাথরুম যাবে বলে ফালাকাটা থানায় এ কী কাণ্ড মহিলা আসামীর? ঘাম ছুটছে পুলিশের
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Police: সিনেমার মতোই থানায় যা খেল দেখাল মহিলা আসামী, অবিশ্বাস্য! চাকরি নিয়ে টানাটানি পড়ল পুলিশের। জানুন কী হয়েছে ফালাকাটা থানায়।
ফালাকাটা, অনন্যা দে: থানায় যা খেল দেখাল মহিলা আসামী। চাকরি নিয়ে টানাটানি পড়ল পুলিশের। জানুন কী হয়েছে ফালাকাটা থানায়।
ফালাকাটা থানা থেকে পালাল এক মহিলা আসামী। তার খোঁজ শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ। উল্লেখ্য ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ এক মহিলাকে প্রচুর নেশার সামগ্রী-সহ গ্ৰেফতার করেছিল। গতকাল অভিযুক্তকে আদালতে তুললে তাকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠায় আদালত।
আরও পড়ুন: পড়ুয়াদের জন্য ২০,০০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, কারা পাবেন বৃত্তি? কতদিন আবেদন? বিশদে জানুন
বুধবার সকালে ওই মহিলা আসামীকে ফের জেরার জন্য ইন্টারোগেশন রুমে নিয়ে আসছিল এক সিভিক ভলেন্টিয়ার। ওই মহিলা আসামী সিভিক ভলেন্টিয়ারকে শৌচালয় যাবে, এমন কথা জানায়। তাকে শৌচালয়ে যেতে দেয় ওই সিভিক পুলিশ। এরপরে সে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই আসামী না এলে সন্দেহ হয় ওই সিভিক পুলিশের।
advertisement
advertisement
আরও পড়ুন: কলকাতার পর বাংলার দ্বিতীয় বিশ্ব বাংলা গেট কোন জেলায় তৈরি হচ্ছে? ঘোষণা হতেই খুশির জোয়ার!
শৌচালয়ের দরজা খুলে তিনি দেখেন আসামী নেই। এরপরেই শোরগোল পরে যায় থানায়। যদিও এই বিষয়ে ফালাকাটা থানার পক্ষ থেকে কেউ মুখ খুলছে না। তবে ওই মহিলা আসামীর খোঁজ শুরু করেছে পুলিশ। ফালাকাটার বিভিন্ন এলাকায় চলছে তল্লাশি। পাশাপাশি এলাকা ধূপগুড়ি, মাদারিহাটেও চলছে তল্লাশি বলে জানা যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Sep 24, 2025 3:54 PM IST









