Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলার আরও এক সন্ত্রাসবাদীর বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী, দেখুন ভিডিও
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Pahalgam Terror Attack: জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়াতে শনিবার লস্কর জঙ্গি ফারুক আহমেদ তারওয়ার বাড়ি ধ্বংস করা দিয়েছেন নিরাপত্তারক্ষীরা। শক্তিশালী বিস্ফোরণের মাধ্যমে বাড়িটি ধ্বংস করে দেওয়া হয়।
কুপওয়াড়া: জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়াতে শনিবার লস্কর জঙ্গি ফারুক আহমেদ তারওয়ার বাড়ি ধ্বংস করা দিয়েছেন নিরাপত্তারক্ষীরা। শক্তিশালী বিস্ফোরণের মাধ্যমে বাড়িটি ধ্বংস করে দেওয়া হয়।
পহেলগাঁওতে হামলার পর পুলওয়ামা, শোপিয়ান, অনন্তনাগ, কুলগাঁও এবং কুপওয়াড়া জেলায় ছয়জন সন্ত্রাসীর বাড়ি বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তাবাহিনী। কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর প্রশাসন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে শূন্য সহনশীলতা নীতি নিয়েছে, সন্ত্রাসবাদীদের বাড়ি ধ্বংস করা তারই অংশ। এই সন্ত্রাসীরা লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত এবং বর্তমানে কাশ্মীরে সক্রিয়।
advertisement
advertisement
২২ তারিখের সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয় ২৬ জনের। তারপর থেকে নিরাপত্তা বাহিনী জম্মু এবং কাশ্মীর জুড়ে একটি অভিযান শুরু করেছে। যারা পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদীরা তার স্কেচ প্রকাশ করেছে। ওই সন্ত্রাসবাদীরা প্রত্যেকেই লস্কর-ই—তৈবার সঙ্গে যুক্ত।
advertisement
তিনজন সন্ত্রাসী হাসিম মুসা ওরফে সুলেমান, আলি ভাই ওরফে তালহা ভাই এবং আদিল হুসেইন ঠোকারকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মুসা এবং তালহা পাকিস্তানের বাসিন্দা, ঠোকার কাশ্মীরের স্থানীয় বাসিন্দা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 26, 2025 10:39 PM IST