Padma Awards 2025: Hariman Sharma: পদ্মশ্রী পাচ্ছেন হিমাচলের আপেলচাষি হরিমন শর্মা! চমকে যাবেন আপেলবাগানে তাঁর আজব আবিষ্কার জানলে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Padma Awards 2025: Hariman Sharma:তিনি সাফল্য পান ২০০৫ সালে যখন তিনি একটি নতুন আপেলের ধরন, HRMN 99 তৈরি করেন।
নয়াদিল্লি: হিমাচল প্রদেশের একজন কৃষক এবং কৃষিবিজ্ঞানী হরিমন শর্মা আপেলচাষে তাঁর যুগান্তকারী অবদানের জন্য মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হচ্ছেন। তাঁর উদ্ভাবন ক্ষমতার জোরে এখন আপেল ফলছে সমুদ্রপৃষ্ঠ থেকে কম উচ্চতাবিশিষ্ট স্থান বা নিম্ন অক্ষাংশেও। যা আগে কল্পনাই করা যেত না।
তিনি সাফল্য পান ২০০৫ সালে যখন তিনি একটি নতুন আপেলের ধরন, HRMN 99 তৈরি করেন। এটি উষ্ণ জলবায়ু এবং নিম্ন উচ্চতায় (সমুদ্র পৃষ্ঠ থেকে ৭০০ মিটার উপরে) যেখানে তাপমাত্রা ৪০-৪৬ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছয়, সেখানেও জন্মাতে পারে। আপেলের জন্য ঠান্ডা, পাহাড়ি অঞ্চলের প্রয়োজন হয়, এই প্রচলিত ধারণাকে উড়িয়ে দিয়েছে তাঁর অভিনব আবিষ্কার।
advertisement
সিমলার ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (IARI) তাঁর কৃতিত্বকে বৈধতা দিয়েছে। HRMN 99-এর সাফল্য নিশ্চিত হওয়ার পর থেকে তিনি ভারতের ২৯টি রাজ্যে ৭ লক্ষেরও বেশি চারা বিতরণ করেছেন। বেঙ্গালুরু, গুরুগ্রাম এমনকি রাষ্ট্রপতি ভবনের মতো আপাত অপ্রত্যাশিত স্থানে আপেল চাষকে রূপান্তরিত করেছেন। জার্মানি, নেপাল এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশে সফল চাষের মাধ্যমে তাঁর তৈরি প্রজাতি আন্তর্জাতিক স্বীকৃতিও পাচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন : তাঁর হাতে প্রশিক্ষিত অসংখ্য মহিলা ঢাকি, শিল্প ক্ষেত্রে পদ্মশ্রী পাচ্ছেন বাংলার গোকুলচন্দ্র দাস
যে এলাকায় HRMN 99 আপেলের চাষ শুরু হয়েছিল তার মধ্যে রয়েছে হলদওয়ানি এবং কোটবাগ (উত্তরাখণ্ড), ইম্ফল (মণিপুর), চিকমাগালুর, রাষ্ট্রপতি ভবন, নয়াদিল্লি, সিহোর, বৈলগ্রাম (কর্নাটক), সিকিম, পশ্চিমবঙ্গ, হোশিয়ারপুর (পাঞ্জাব), অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, অম্বিকাপুর (ছত্তিশগড়), কারনাল, পিলিভিট (উত্তরপ্রদেশ), সোলাপুর, নাসিক, হোশিয়ারপুর (পাঞ্জাব), রাঁচি (ঝাড়খণ্ড), নওয়াদা (বিহার), তামিলনাড়ু, গুজরাট, সিরসা, সিকর (রাজস্থান), বালাঘাট (মধ্যপ্রদেশ), নরসিংহপুর, সিলভাসা (দাদরা এবং) নগর হাভেলি), অমরাবতী (মহারাষ্ট্র), কেরল, অসম, ওড়িশা, ত্রিপুরা, ও জম্মুর নয়টি জেলা।
advertisement
হরিমনের অবদানের জন্য তিনি জেলা-স্তরের সেরা উদ্যানতত্ত্ববিদ পুরস্কার, রাজ্যস্তরের সেরা কৃষক পুরস্কার, এবং প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দ্বারা প্রদত্ত অসামান্য ঐতিহ্যগত জ্ঞান পুরস্কার-সহ অসংখ্য প্রশংসা অর্জন করেছেন। তিনি উদ্যানপালন, প্রশিক্ষণ এবং তরুণদের মাঠে যোগদানের জন্য উৎসাহিত করে চলেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2025 11:16 PM IST