পদ্মশ্রী সম্মান পাচ্ছেন টেবিল টেনিস খেলোয়ার মৌমা দাস, মোট ৭ বাঙালি এবার পদ্মশ্রীর তালিকায়

Last Updated:

পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন টেনিস খেলোয়াড় মৌমা দাস ৷ খেলাধুলো বিভাগে পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন অর্জুন পুরস্কার বিজয়ী মৌমা দাস ৷

#নয়াদিল্লি: পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন টেনিস খেলোয়াড় মৌমা দাস ৷ খেলাধুলো বিভাগে পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন অর্জুন পুরস্কার বিজয়ী মৌমা দাস ৷  মোট ৭ জন বাঙালি এ বার পদ্ম পুরস্কারের তালিকায় রয়েছেন ৷
বাঙালিদের ছোটবেলা মানেই সকাল-বিকেল-দুপুর হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে কিংবা বাঁটুল দ্য গ্রেটের কাণ্ডকারখানার চোখ ডুবিয়ে ৷ আজও নস্ট্যালজিয়ায় সেই কমিকসের পাতা ৷ সেই কেল্টুদা-র বজ্জাতি ৷ ছোটবেলার কথা উঠলে এসব মনে পড়তে বাধ্য৷ এর সৃষ্টিকর্তার নাম বাঙালির মুখে মুখে ৷ হ্যাঁ, প্রবাদুপ্রতীম নারায়ণ দেবনাথ ৷ বাঙালির এই প্রিয় মানুষকেই দেওয়া হচ্ছে পদ্মসম্মান ৷ এবারের পদ্মশ্রী সম্মানে সম্মানিত হচ্ছেন নারায়ণ দেবনাথ ৷
advertisement
advertisement
advertisement
সমাজসেবায় নিজেকে ব্রতী করে ‘‌পদ্মশ্রী’ পাচ্ছেন সাঁওতাল সমাজের গুরুমা কমলি সোরেন। সাহিত্য ও শিক্ষায় ‘‌পদ্মশ্রী’‌ পাচ্ছেন ধর্মনারায়ণ বর্মা, সুজিত চট্টোপাধ্যায় ও জগদীশচন্দ্র হালদার। কামতাপুরী ভাষার প্রসারে বিশেষ অবদান রেখে কামতারত্ন হিসেবে পরিচিত হয়েছেন ধর্মনারায়ণ বর্মা। পূর্ব বর্ধমানের আউশগ্রামের  শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পদ্মশ্রী সম্মান পাচ্ছেন টেবিল টেনিস খেলোয়ার মৌমা দাস, মোট ৭ বাঙালি এবার পদ্মশ্রীর তালিকায়
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement