War of Words: পি চিদম্বরম এবং অমিতাভ চক্রবর্তীর মধ্যে ট্যুইটারে বাগযুদ্ধ চরমে

Last Updated:

War of Words: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীর ট্যুইটযুদ্ধ শিরোনামে

নয়াদিল্লি : ফের ট্যুইটে বাগযুদ্ধ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীর ট্যুইটযুদ্ধ শিরোনামে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। এদিন সকাল আটটা নাগাদ পি চিদম্বরম একটা ট্যুইট করেন৷ ট্যুইটে ট্যাগ করা ছিল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী সাকেত গোখলেকে। সেই ট্যুইটে চিদম্বরম শুভেচ্ছা জানান সাকেতকে৷ তিনি লেখেন, ‘‘বাংলা থেকে নির্বাচিত হতে চলা সাকেত গোখলেকে অসংখ্যা শুভেচ্ছা। বর্তমান সময়ে তিনি আরটিআই-কে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন।’’
প্রসঙ্গত আরটিআই অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত সাকেত গোখলে। যদিও তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। আর চলতি মাসেই বাংলা থেকে রাজ্যসভার মনোনয়ন দিয়েছে তৃণমূল কংগ্রেস।
এই ট্যুইট পোস্ট হতেই পালটা চিদম্বরমকে ধন্যবাদ জানিয়েছেন সাকেত। আর এরপরেই আসরে নামেন প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী। তিনি চিদম্বরম ও সাকেত উভয়কে ট্যাগ করেই লেখেন, “এটা একটা দারুণ শিষ্টাচার। আপনি সাকেতকে শুভেচ্ছা জানালেন৷ কিন্তু পঞ্চায়েত নির্বাচনে বাংলায় ৪৩ জন মারা গিয়েছেন৷ আর এদের মৃত্যুর জন্য ওনার (সাকেতের) দলের স্বৈরাচার দায়ী। আপনি সেটা নিয়ে তো কোনও প্রতিবাদ করলেন না। তৃণমূলের হাতে মৃত্যু হয়েছে কংগ্রেস কর্মীদের৷ আপনি কি সেই সব পরিবারগুলোকে কোনও সমবেদনা জানিয়েছেন?”।
advertisement
advertisement
আরও পড়ুন :  উত্তর পূর্ব ভারতের রেলের খোলনলচে বদলে যাবে, ডবল লাইনের নতুন ভাবনা
আর এই ট্যুইট যুদ্ধ ঘিরে সরগরম রাজনৈতিক ময়দান৷ প্রসঙ্গত এর আগেও চিদম্বরম বা অভিষেক মনু সিঙঘভি কেন তৃণমূল কংগ্রেস নেতাদের হয়ে মামলা লড়ছেন তা নিয়ে বহু প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে। এমনকি কলকাতা হাইকোর্টের বাইরে চিদম্বরমকে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছিল। একদিকে কেন্দ্রে বিজেপিবিরোধী জোটের আলোচনায় পাশাপাশি রয়েছে কংগ্রেস ও তৃণমূল। পটনা বৈঠকের পরে, বেঙ্গালুরুতে ফের কাছাকাছি আসতে পারেন মমতা-রাহুল। তারই মধ্যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটকে ঘিরে দুই দলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর জারি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
War of Words: পি চিদম্বরম এবং অমিতাভ চক্রবর্তীর মধ্যে ট্যুইটারে বাগযুদ্ধ চরমে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement