সবথেকে গরিব ৫০ শতাংশ পরিবারকে নগদ দিক কেন্দ্র, মোদি সরকারকে পরামর্শ চিদম্বরমের

Last Updated:

সতর্ক করে চিদম্বরম বলেছেন, অবিলম্বে সরকার পদক্ষেপ না করলে 'অন্ধকার সুড়ঙ্গের মধ্যে তলিয়ে যাবে দেশের অর্থনীতি৷

#নয়াদিল্লি: অর্থনীতিকে বৃদ্ধির পথে ফেরাতে দেশের সবথেকে গরিব পঞ্চাশ শতাংশ পরিবারের হাতে নগদ দেওয়ার পরামর্শ দিলেন কংগ্রেস নেতা এবং প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম৷ একই সঙ্গে তাঁর পরামর্শ, জিএসটি বাবদ রাজ্যের বকেয়াও মেটাক কেন্দ্র৷ সবমিলিয়ে মানুষের হাতে নগদের জোগান দিয়ে বাজারে চাহিদা বাড়ানোর সরকারকে ধার করার পরামর্শ দিয়েছেন চিদম্বরম৷ কী ভাবে দেশের অর্থনীতিকে চাঙ্গা করা যায়, সরকারকে সেই সংক্রান্ত পরামর্শ দিতে ট্যুইট করে একাধিক প্রস্তাব দিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী৷
advertisement
advertisement
advertisement
সোজা কথায় চিদম্বরমের পরামর্শ, অর্থনীতিতে গতি আনতে গেলেন মানুষের ক্রয়ক্ষমতা এবং বাজারে চাহিদা বাড়াতে হবে৷ এই সূত্রেই তাঁর পরামর্শ, দেশের সবথেকে গরিব পঞ্চাশ শতাংশ পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে সরাসরি টাকা পাঠাক সরকার৷ একই সঙ্গে তাঁর পরামর্শ, মজুরি দেওয়ার জন্য নগদের বদলে সরকারের কাছে মজুত করে রাখা খাদ্যশস্য ব্যবহার করা হোক৷ পরিকাঠামো উন্নয়নে ব্যয় বাড়ানো হোক৷ পাশাপাশি ব্যাঙ্কগুলির ঋণ দেওয়ার ক্ষমতা বাড়াতে তাদের পুঁজির জোগান দেওয়ার জন্যও সরকারকে পরামর্শ দিয়েছেন চিদম্বরম৷
advertisement
ট্যুইটারে কংগ্রেস নেতা লিখেছেন, 'এই সমস্ত পরামর্শের বাস্তবায়নের জন্য অর্থের প্রয়োজন৷ তাই কোনওরকম দ্বিধা না রেখে ঋণ নেওয়া হোক৷' অর্থনীতিকে দিশা দেখানোর জন্য সরকারকে দৃঢ় পদক্ষেপ করার দাবি জানিয়ে আসছেন চিদম্বরম৷ তাঁর দাবি, প্রতিশ্রুতি মতো কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে জিএসটি বাবদ পাওনা মিটিয়ে দিক৷
advertisement
সতর্ক করে চিদম্বরম বলেছেন, অবিলম্বে সরকার পদক্ষেপ না করলে 'অন্ধকার সুড়ঙ্গের মধ্যে তলিয়ে যাবে দেশের অর্থনীতি৷' প্রাক্তন অর্থমন্ত্রীর অভিযোগ, অর্থনীতির সমস্ত ক্ষেত্রেই উল্লেখযোগ্য পতন ঘটেছে৷ কিন্তু তা ঠেকানোর জন্য সরকারের নির্লিপ্ত ভূমিকা এবং কোনও পদক্ষেপ না করাটাই লজ্জাজনক৷
এর আগে সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে চিদম্বরম বলেছিলেন, 'এই সময়ই বেশি করে ঋণ নিতে হবে, খরচ করতে হবে, যাতে চাহিদা এবং ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সবথেকে গরিব ৫০ শতাংশ পরিবারকে নগদ দিক কেন্দ্র, মোদি সরকারকে পরামর্শ চিদম্বরমের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement