Weather Alert: একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি অরেঞ্জ অ্যালার্ট
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ঝড় বৃষ্টির বেশি প্রভাব মধ্য উত্তরপ্রদেশের উপরে পড়তে চলেছে ৷ এই সময় খুব দরকার ছাড়া বাড়ি থেকে না বেরোনর পরামর্শ দেওয়া হয়েছে ৷
লখনউ: উত্তরপ্রদেশের একাধিক জায়গায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে ৷ মৌসম বিভাগের তরফে জানানো হয় যে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে ৷ পূর্ব উত্তরপ্রদেশ ও পশ্চিম উত্তরপ্রদেশের একাধিক জেলায় ভারী বৃষ্টির অ্যালার্ট জারি করা হয়েছে ৷ একে অরেঞ্জ অ্যালার্ট বলা হয়ে থাকে ৷
ঝড় বৃষ্টির বেশি প্রভাব মধ্য উত্তরপ্রদেশের উপরে পড়তে চলেছে ৷ এই সময় খুব দরকার ছাড়া বাড়ি থেকে না বেরোনর পরামর্শ দেওয়া হয়েছে ৷ মৌসম ভবনের তরফে জানানো হয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ পশ্চিম উত্তরপ্রদেশ ও পূর্ব উত্তরপ্রদেশের বেশি কিছু জেলায় প্রবল বৃষ্টি হতে পারে ৷
advertisement
উত্তরপ্রদেশে নির্ধারিত সময়েই বর্ষা ঢুকবে বলে জানানো হয়েছে ৷ অর্থাৎ ২০ জুনের মধ্যে উত্তরপ্রদেশে প্রবেশ করতে চলেছে বর্ষা ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2020 3:11 PM IST