আগামিকাল সংসদে দিল্লির বিতর্কিত বিল, কী কৌশল বিরোধীদের?
- Published by:Debamoy Ghosh
- Reported by:Rajib Chakraborty
Last Updated:
ইতিমধ্যেই সংসদে একাধিক বিল পাস করিয়ে নিয়েছে ট্রেজারি বেঞ্চ। যদিও সেগুলিতে অংশ গ্রহণ করেনি বিরোধীরা।
নয়াদিল্লি: সোমবার সংসদে পেশ হতে চলেছে দিল্লির আমলাদের বদলি সংক্রান্ত বিলটি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের ডাকে সাড়া দিয়ে এই বিলের বিরোধিতায় সরব হয়েছে ইন্ডিয়া জোটের সব দলগুলি। সংখ্যাগরিষ্ঠতার কারণে লোকসভায় সফল হলেও রাজ্যসভায় বিলটি পাস করানো সহজ হবে না মোদি সরকারের পক্ষে।
ইতিমধ্যেই সংসদে একাধিক বিল পাস করিয়ে নিয়েছে ট্রেজারি বেঞ্চ। যদিও সেগুলিতে অংশ গ্রহণ করেনি বিরোধীরা। তবে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে দিল্লির অর্ডিন্যান্স বিলটি নিয়ে আলোচনায় অংশ নেওয়া হবে এবং ভোটাভুটি চাওয়া হবে। বিলটি আলোচনার জন্য ৬ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। ফলে সোমবারই ভোটাভুটির সম্ভাবনা ক্ষীণ।
advertisement
advertisement
দিল্লির অর্ডিন্যান্স বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে মণিপুর প্রসঙ্গ টেনে আনার পরিকল্পনা ইন্ডিয়া জোটের। ইতিমধ্যেই বিলটি আটকাতে রাজ্যসভায় ১০০ শতাংশ হাজিরা নিশ্চিত করেছে ইন্ডিয়া জোট। হুইল চেয়ারে সংসদে আসবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অ্যাম্বুলেন্স আসবেন জেডিইউ সাংসদ বশিষ্ঠ নারায়ণ সিং। এ ছাড়াও বিলে ভোটাভুটির আগেই হুইপ জারি করেছে বিহারের শাসক দল। ফলে বিলের বিরুদ্ধে ভোট দিতে হবে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংকে।
advertisement
যেভাবে হোক সংসদে মণিপুর ইস্যু তুলতে চায় ইন্ডিয়া জোট। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি জানিয়ে অনাস্থা প্রস্তাব দিয়েছে ইন্ডিয়া। যদিও এখনও পর্যন্ত কবে অনাস্থা নিয়ে আলোচনা হবে তা জানাননি লোকসভার স্পিকার। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন মণিপুর নিয়ে আলোচনার জন্য তৈরি সরকার। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই আশ্বাসের পরেও শান্ত হননি বিরোধীরা৷ নিজেদের দাবিতে অনড় থেকে তাঁরা জানিয়েছেন, মণিপুর নিয়ে সংসদে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই বিবৃতি দিতে হবে৷
advertisement
সংসদ চালাতে দেওয়ার অনুরোধ জানিয়ে দিন কয়েক আগে বিরোধী শিবিরের সংসদীয় নেতাদের ফোন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও৷ তার পরেও অবশ্য বিরোধীরা নরম হননি৷ অমিত শাহ লোকসভায় বিরোধীদের উদ্দেশে বলেন, দেশ মণিপুর নিয়ে সত্যিটা জানতে চায়৷ তা জানাতে দেওয়া হোক৷ তিনি আরও দাবি করেন, ‘সরকার মণিপুর নিয়ে বিতর্কে তৈরি৷ যদিও বিরোধীরা নিজেদের অবস্থানে অনড় থেকে জানিয়ে দেন, আলোচনার আগে প্রধানমন্ত্রীকে সংসদে আসে বিবৃতি দিতে হবে৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2023 10:23 PM IST