৮ সাংসদের সাসপেনশন না তোলা পর্যন্ত রাজ্যসভা বয়কট, এককাট্টা বিরোধীরা

Last Updated:

রাজ্যসভার বিরোধী দলনেতার দাবি, আটজন সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্তে বিরোধীরা তো বটেই, শাসক শিবিরের সাংসদরাও অখুশি৷

#নয়াদিল্লি: আট জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার না করা পর্যন্ত রাজ্যসভা বয়কট করবে বিরোধীরা৷ সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে এ ভাবেই এককাট্টা হল বিরোধী দলগুলি৷ রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের গুলাম নবি আজাদ এ দিন এ কথা জানিয়েছেন৷
একই সঙ্গে গুলাম নবি আজাদ এ দিন দাবি করেছেন, বেসরকারি সংস্থা এবং এফসিআই-ও যাতে ন্যূনতম সহায়ক মূল্যের কম দামে চাষিদের থেকে ফসল না কেনে, তা নিশ্চিত করতে একটি বিল আনুক সরকার৷
রাজ্যসভার বিরোধী দলনেতার দাবি, আটজন সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্তে বিরোধীরা তো বটেই, শাসক শিবিরের সাংসদরাও অখুশি৷ আজাদ বলেন, 'সংসদ একটি পরিবারের মতো৷ পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ হতেই পারে৷'
advertisement
advertisement
বিরোধী দলনেতা অবশ্য স্বীকার করে নিয়েছেন, সংসদে মাইক ভাঙা বা টেবিলের উপরে উঠে দাঁড়িয়ে বিক্ষোভ দেখানোকে তিনিও সমর্থন করেন না৷ যদিও আজাদের দাবি, বিরোধী সাংসদরা যা করেছেন তা দীর্ঘদিনের ক্ষোভেরই বহিঃপ্রকাশ৷
কংগ্রেস সাংসদ আরও বলেন, সরকারের মধ্য এবং সরকারের সঙ্গে বিরোধী দলগুলির সমন্বয়ের মাধ্যমে সাংসদ চলে৷ কিন্তু কখনওই চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে সরকারের সমন্বয়ের মাধ্যমে সংসদ চলতে পারে না৷ তাঁর আরও দাবি, কৃষি বিল ইস্যুতে ১৮টি দল একদিকে ছিল এবং বিজেপি একদিকে৷ তা সত্ত্বেও বিরোধীদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করেই জোর করে এই বিলগুলি পাশ করানো হয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
৮ সাংসদের সাসপেনশন না তোলা পর্যন্ত রাজ্যসভা বয়কট, এককাট্টা বিরোধীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement