বিজেপি-র দয়ায় মুখ্যমন্ত্রী, শপথের পরই নীতীশকে কটাক্ষে ভরালেন তেজস্বী, প্রশান্ত কিশোররা

Last Updated:

দিন আরজেডি নীতীশের শপথগ্রহণ অনুষ্ঠানও বয়কট করে৷ তবে নীতীশ মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

#পটনা: সপ্তম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রীর পদে বসলেন নীতীশ কুমার৷ এই টানা চারবার রাজ্যের মসনদে বসলেন তিনি৷ এ দিন বিকেলেই শপথ নিয়েছেন তিনি৷ কিন্তু বিজেপি-র সমর্থনে কি কাঁটার আসনে বসলেন নীতীশ? শপথগ্রহণের পরই তেজস্বী যাদব, চিরাগ পাসোয়ান তো বটেই, এমন কি একসময়ের সহযোগী প্রশান্ত কিশোরও খোঁচা দিয়েছেন নীতীশকে৷
বিহার নির্বাচনে আসন সংখ্যার নিরিখে তিন নম্বরে নেমে গিয়েছে নীতীশের দল জেডিইউ৷ তা সত্ত্বেও নির্বাচনের আগের প্রতিশ্রুতি রক্ষা করেই তাঁকে মুখ্যমন্ত্রী করেছে বিজেপি৷ অথচ জেডিইউ-এর থেকে অনেক বেশি আসন পেয়েছে বিজেপি৷ ফলে বিজেপি-র বদান্যতাতেই তিনি মুখ্যমন্ত্রী হতে পেরেছেন বলে নীতীশকে কটাক্ষে ভরিয়েছেন বিরোধীরা৷ নীতীশ মুখ্যমন্ত্রী হলেও তাঁর সঙ্গে দুই উপমুখ্যমন্ত্রীকে জুড়ে দেওয়া হয়েছে৷ অধ্যক্ষ পদটিও গিয়েছে বিজেপি-র হাতে৷ মন্ত্রিসভাতেও স্বভাবতই নীতীশের দাপট থাকছে৷ ফলে মুখ্যমন্ত্রীর পদে বসেও বিজেপি-র চাপ কীভাবে সামলান নীতীশ, সেটাই এখন দেখার৷
advertisement
মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর নীতীশ কুমারকে অভিনন্দন জানিয়ে তেজস্বী যাদব ট্যুইটারে লেখেন, 'শ্রদ্ধেয় নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী 'মনোনীত' হওয়ায় তাঁকে অনেক শুভেচ্ছা৷ আশা করি চেয়ারের মহাকাঙ্খার বদলে বিহারের জনতার আকাঙ্খার কথা ভাববেন এবং ১৯ লক্ষ চাকরির ব্যবস্থা করা, শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, ওষুধের মতো বিষয়গুলিকে সরকারের অগ্রাধিকারের তালিকায় রাখবেন৷'
advertisement
advertisement
অনেকটা একই সুরে নীতীশকে বিঁধেছেন এলজেপি নেতা চিরাগ পাসোয়ানও৷ তিনি লিখেছেন, 'চার লক্ষ বিহারীর দ্বারা তৈরি করা বিহার ফাস্ট বিহারী ফাস্ট ভিশন ডকুমেন্ট পাঠালাম আপনাকে৷ যাতে সরকার পরিচালনায় আপনার সুবিধে হয়৷ মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এবং আপনাকে মুখ্যমন্ত্রী করার জন্য বিজেপি-কে অভিনন্দন জানাই৷'
আর নীতীশের দলের প্রাক্তন নেতা এবং তাঁর একদা ঘনিষ্ঠ প্রশান্ত কিশোর লিখেছেন, 'বিজেপি মনোনীত মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য নীতীশ কুমারকে অভিনন্দন৷ একে তিনি ক্লান্ত, তার উপরে রাজনৈতিক ভাবেও কোণঠাসা, ফলে আগামী কয়েকবছর দিশাহীন একটি সরকারের জন্যই ফের প্রস্তুত থাকতে হবে বিহারকে৷' তেজস্বী, প্রশান্ত কিশোররা নিজেদের অভিনন্দন বার্তায় 'মনোনীত' মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করে নীতীশের কাঁটা ঘায়ে যেন আরও নুন ছিঁটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন৷
advertisement
অন্যদিকে আরজেডি সাংসদ মনোজ ঝা দাবি করেছেন, কয়েক মাসেই ভেঙে যাবে নীতীশ কুমারের সরকার৷ এ দিন আরজেডি নীতীশের শপথগ্রহণ অনুষ্ঠানও বয়কট করে৷ তবে নীতীশ মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিহারের উন্নয়নে কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিজেপি-র দয়ায় মুখ্যমন্ত্রী, শপথের পরই নীতীশকে কটাক্ষে ভরালেন তেজস্বী, প্রশান্ত কিশোররা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement