#পটনা: সপ্তম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রীর পদে বসলেন নীতীশ কুমার৷ এই টানা চারবার রাজ্যের মসনদে বসলেন তিনি৷ এ দিন বিকেলেই শপথ নিয়েছেন তিনি৷ কিন্তু বিজেপি-র সমর্থনে কি কাঁটার আসনে বসলেন নীতীশ? শপথগ্রহণের পরই তেজস্বী যাদব, চিরাগ পাসোয়ান তো বটেই, এমন কি একসময়ের সহযোগী প্রশান্ত কিশোরও খোঁচা দিয়েছেন নীতীশকে৷
বিহার নির্বাচনে আসন সংখ্যার নিরিখে তিন নম্বরে নেমে গিয়েছে নীতীশের দল জেডিইউ৷ তা সত্ত্বেও নির্বাচনের আগের প্রতিশ্রুতি রক্ষা করেই তাঁকে মুখ্যমন্ত্রী করেছে বিজেপি৷ অথচ জেডিইউ-এর থেকে অনেক বেশি আসন পেয়েছে বিজেপি৷ ফলে বিজেপি-র বদান্যতাতেই তিনি মুখ্যমন্ত্রী হতে পেরেছেন বলে নীতীশকে কটাক্ষে ভরিয়েছেন বিরোধীরা৷ নীতীশ মুখ্যমন্ত্রী হলেও তাঁর সঙ্গে দুই উপমুখ্যমন্ত্রীকে জুড়ে দেওয়া হয়েছে৷ অধ্যক্ষ পদটিও গিয়েছে বিজেপি-র হাতে৷ মন্ত্রিসভাতেও স্বভাবতই নীতীশের দাপট থাকছে৷ ফলে মুখ্যমন্ত্রীর পদে বসেও বিজেপি-র চাপ কীভাবে সামলান নীতীশ, সেটাই এখন দেখার৷
মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর নীতীশ কুমারকে অভিনন্দন জানিয়ে তেজস্বী যাদব ট্যুইটারে লেখেন, 'শ্রদ্ধেয় নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী 'মনোনীত' হওয়ায় তাঁকে অনেক শুভেচ্ছা৷ আশা করি চেয়ারের মহাকাঙ্খার বদলে বিহারের জনতার আকাঙ্খার কথা ভাববেন এবং ১৯ লক্ষ চাকরির ব্যবস্থা করা, শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, ওষুধের মতো বিষয়গুলিকে সরকারের অগ্রাধিকারের তালিকায় রাখবেন৷'
आदरणीय श्री नीतीश कुमार जी को मुख्यमंत्री ‘मनोनीत’ होने पर शुभकामनाएँ। आशा करता हूँ कि कुर्सी की महत्वाकांक्षा की बजाय वो बिहार की जनाकांक्षा एवं NDA के 19 लाख नौकरी-रोजगार और पढ़ाई, दवाई, कमाई, सिंचाई, सुनवाई जैसे सकारात्मक मुद्दों को सरकार की प्राथमिकता बनायेंगे।
— Tejashwi Yadav (@yadavtejashwi) November 16, 2020
অনেকটা একই সুরে নীতীশকে বিঁধেছেন এলজেপি নেতা চিরাগ পাসোয়ানও৷ তিনি লিখেছেন, 'চার লক্ষ বিহারীর দ্বারা তৈরি করা বিহার ফাস্ট বিহারী ফাস্ট ভিশন ডকুমেন্ট পাঠালাম আপনাকে৷ যাতে সরকার পরিচালনায় আপনার সুবিধে হয়৷ মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এবং আপনাকে মুখ্যমন্ত্রী করার জন্য বিজেপি-কে অভিনন্দন জানাই৷'
আর নীতীশের দলের প্রাক্তন নেতা এবং তাঁর একদা ঘনিষ্ঠ প্রশান্ত কিশোর লিখেছেন, 'বিজেপি মনোনীত মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য নীতীশ কুমারকে অভিনন্দন৷ একে তিনি ক্লান্ত, তার উপরে রাজনৈতিক ভাবেও কোণঠাসা, ফলে আগামী কয়েকবছর দিশাহীন একটি সরকারের জন্যই ফের প্রস্তুত থাকতে হবে বিহারকে৷' তেজস্বী, প্রশান্ত কিশোররা নিজেদের অভিনন্দন বার্তায় 'মনোনীত' মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করে নীতীশের কাঁটা ঘায়ে যেন আরও নুন ছিঁটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন৷
भाजपा मनोनीत मुख्यमंत्री के तौर पर शपथ लेने पर @NitishKumar जी को बधाई।
With a tired and politically belittled leader as CM, #Bihar should brace for few more years of lacklustre governance.— Prashant Kishor (@PrashantKishor) November 16, 2020
অন্যদিকে আরজেডি সাংসদ মনোজ ঝা দাবি করেছেন, কয়েক মাসেই ভেঙে যাবে নীতীশ কুমারের সরকার৷ এ দিন আরজেডি নীতীশের শপথগ্রহণ অনুষ্ঠানও বয়কট করে৷ তবে নীতীশ মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিহারের উন্নয়নে কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি৷