Opposition Alliance: বেঙ্গালুরুতে মেগা বৈঠক বিজেপি-বিরোধী জোটের, কী নিয়ে আলোচনা হবে আজ ?
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
কংগ্রেস সূত্রে খবর, পটনার পরে বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে মোট ২৪টি বিরোধী দল যোগ দিচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে ২৩টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রায় সব দলের শীর্ষনেতাই হাজির হচ্ছেন আজ এবং আগামিকাল, মঙ্গলবারের বৈঠকে যোগ দিতে।
আবীর ঘোষাল, বেঙ্গালুরু: পটনা বৈঠকের আলোচনা যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বেঙ্গালুরুর বিরোধীদের বৈঠকে।
কংগ্রেস সূত্রে খবর, পটনার পরে বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে মোট ২৪টি বিরোধী দল যোগ দিচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে ২৩টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রায় সব দলের শীর্ষনেতাই হাজির হচ্ছেন আজ এবং আগামিকাল, মঙ্গলবারের বৈঠকে যোগ দিতে।
ইতিমধ্যেই কংগ্রেসের দুই নেতা কে সি বেণুগোপাল ও জয়রাম রমেশ হাজির হয়ে গিয়েছেন বেঙ্গালুরুতে। কংগ্রেস সূত্রে খবর, দিল্লির মুখ্যমন্ত্রী, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালও বৈঠকে যোগ দেবেন বলে তাঁরা প্রথম থেকেই আশাবাদী ছিলেন। কেজরিওয়াল দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে কংগ্রেসের সমর্থনের নিশ্চয়তা চাইছেন। পটনার বৈঠকে যা নিয়ে সাময়িক দূরত্ব তৈরি হয়ে যায়। এমনকী, আম আদমি পার্টির তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল, কংগ্রেস অবস্থান স্পষ্ট না করলে, আপ বৈঠকে যোগ দেবে কিনা, তা অনিশ্চিত করে রেখেছিল। যদিও কংগ্রেস শিবির স্পষ্ট করেছে তারা কোনওদিন অধ্যাদেশ সমর্থন করে না ৷ অন্যদিকে আপ নেতা রাঘব চাড্ডা জানিয়েছেন, বিজেপি বিরোধী সমমনোভাবাসম্পন্ন দলের বৈঠকে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ যোগ দেবে। কংগ্রেসের সংসদীয় রণকৌশল তৈরির গোষ্ঠীর বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে।
advertisement
advertisement
বিরোধী দলগুলির বক্তব্য, এ বারের বৈঠকে বিরোধী দলগুলির ২০২৪-এর লোকসভা নির্বাচনের মূল হাতিয়ার কী হবে, কোন মতাদর্শগত জায়গা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ জানানো হবে, সংসদে যে সব বিষয় বিরোধীরা তুলেছিলেন, তার মধ্যে কোনগুলি নিয়ে মানুষের কাছে যাওয়া হবে, কার কোথায় শক্তি, কোথায় দুর্বলতা, এ সবই আলোচনা হবে। কংগ্রেস সূত্রের খবর, দেশ জুড়ে এক সঙ্গে মোদি সরকার বিরোধী আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হবে। তার জন্য একটি কমিটি তৈরি হতে পারে। রাজ্যস্তরে আসন সমঝোতা নিয়েও আলোচনা হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Jul 17, 2023 9:07 AM IST










