সংসদে 'অপারেশন সিঁদুর' আলোচনা, বক্তব্য রাখতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, উঠবে 'নতুন' ঝড়?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Operation Sindoor: আজ সোমবার থেকে সংসদে শুরু অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা। শাসক-বিরোধী দু'পক্ষই প্রস্তুত একে অন্যকে বিঁধতে। সরকারের পক্ষে আলোচনায় বক্তব্য রাখার কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের।
নয়াদিল্লি: আজ সোমবার থেকে সংসদে শুরু অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা। শাসক-বিরোধী দু’পক্ষই প্রস্তুত একে অন্যকে বিঁধতে। সরকারের পক্ষে আলোচনায় বক্তব্য রাখার কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের।
এদিনের আলোচনায় ইন্টারভেন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। অন্যদিকে লোকসভায় কংগ্রেসের হয়ে রাহুল গান্ধি, সমাজবাদী পার্টির হয়ে অখিলেশ যাদব এবং তৃণমূল কংগ্রেসের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সম্ভাবনা এই ইস্যুতে।
advertisement
advertisement
বিরোধী দলের সাংসদদের দাবি, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে চর্চার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যেন সংসদে উপস্থিত থাকেন। সমনাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে বলেন, ‘প্রত্যেক দল এই মর্মে কেন্দ্রকে সমর্থন করেছিল। তাই আমরাও চাই আলোচনার সময়ে প্রধানমন্ত্রী যেন সংসদে উপস্থিত থাকেন।’
advertisement
কংগ্রেস সংসদীয় দলের নেতা গৌরব গগৈ বলেন, ‘বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক নিয়ে কংগ্রেস সন্তুষ্ট নন। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না সরকার। কোনও আশ্বাসই দেওয়া হয়নি কেন্দ্রের তরফে।’
advertisement
প্রসঙ্গত, এসআইআর ইস্যুকে কেন্দ্র করে গত সপ্তাহে দফায় দফায় উত্তাল হয়ে উঠেছিল সংসদের দুই কক্ষই। তবে আজ সোমবার থেকে অপারেশন সিঁদুর ইস্যুতে আলোচনায় রাজি হয় বিরোধীরা। সেই আলোচনা কতটা মসৃণ হয় সেটাই এখন দেখার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 9:48 AM IST