Operation Sindoor: সিঁদুরদানের সিঁদুর তখনও সিঁথিতে, জঙ্গি হামলায় নিহত স্বামী...! 'অপারেশন সিঁদুর'-এর পরই এল শুভমের স্ত্রীর প্রথম প্রতিক্রিয়া, জলে ভরবে চোখ

Last Updated:

Operation Sindoor: কানপুরের শ্যাম নগরের বাসিন্দা শুভম দ্বিবেদী পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হন। পাকিস্তানে এয়ার স্ট্রাইকের পর শুভমের স্ত্রী আশান্যার প্রতিক্রিয়া ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের সামনে এসেছে।

কানপুরের শ্যাম নগরের বাসিন্দা শুভম দ্বিবেদী পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হন।
কানপুরের শ্যাম নগরের বাসিন্দা শুভম দ্বিবেদী পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হন।
কানপুরঃ পহেলগাঁও হামলার ১৪ দিন পর অবশেষে ‘অপারেশন সিঁদুর’। মঙ্গলবার মধ্যরাত্রে পাকিস্তানে ৯ জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। কানপুরের শ্যাম নগরের বাসিন্দা শুভম দ্বিবেদী পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হন। পাকিস্তানে এয়ার স্ট্রাইকের পর শুভমের স্ত্রী ঐশ্বন্যা দ্বিবেদির প্রতিক্রিয়া ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের সামনে এসেছে। তিনি বলেন, “আজ শুভম যেখানেই থাকুক না কেন, একটু শান্তি পেতেন। আমি আত্মবিশ্বাসী ছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশোধ নেবেন। সেই বিশ্বাসকে বাঁচিয়ে রেখেছিলেন তিনি।”
ঐশ্বন্যা জানান, অপারেশন সিঁদুরের নাম শুনে প্রথমেই কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘এই অভিযানের প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন, তা আমার মতো ২৬ জন নারীর হৃদয় ছুঁয়ে গিয়েছে। নিউজ ১৮-এর সঙ্গে কথোপকথনে ঐশ্বন্যা ছিলেন আবেগপ্রবণ। তিনি বলেন, “শুভম চলে যাওয়ার পর থেকে বাড়িতে কেউ ঘুমায় না। মঙ্গলবার রাতেও আমরা সবাই জেগেছিলাম। এরপর ঘুমাতে যাই, এরপর বাবার মোবাইলে ফোন আসে এবং বলা হয় ভারত ব্যবস্থা নিয়েছে। তারপর আমরা সবাই টিভি খুলে প্রত্যাঘাতের বিষয়ে জানতে পারি। আমরা সারারাত টিভির সামনেই আটকেছিলাম। অপারেশন ‘সিঁদুর’ নাম দেখে কেঁদে ফেলেছিলাম। মোদিজি আমার মতো ২৬ জন মহিলার হৃদয় জুড়ে রেখেছেন।”
advertisement
আরও পড়ুনঃ ১৫ এপ্রিল পহেলগাঁও ঢোকে জঙ্গিরা! ৩ ভ্যালিতে হামলার ছক! ৩ স্যাটেলাইট ফোনই ঘুরিয়ে দিল তদন্তের মোড়, আরও বিপদে কাশ্মীর?
শুভম দ্বিবেদীর স্ত্রী বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাতে চাই। আমার পুরো পরিবার তার ওপর বিশ্বাস রেখেছিল এবং যেভাবে সে (পাকিস্তানকে) জবাব দিয়েছে, সে আমাদের আস্থা রক্ষা করেছে। এটাই আমার স্বামীর প্রতি সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি। আমার স্বামী যেখানেই থাকুক না কেন, তিনি আজ শান্তি পাবেন।’
advertisement
advertisement
তিনি বলেন, ‘আমি এই অভিযানে জড়িত সবাই, আমাদের সেনা সদস্য এবং অন্যান্যদের ধন্যবাদ জানাতে চাই। এই অভিযানে অংশ নেওয়া আমাদের সৈনিকদের জন্য আমরা রাতভর প্রার্থনা করেছি। আমি আত্মবিশ্বাসী ছিলাম প্রতিশোধ নেওয়া হবে। সন্ত্রাসবাদ যেখানেই থাকুক না কেন, তার অবসান ঘটাতে হবে। আজ যেভাবে পাকিস্তানে ঢুকে সেই জায়গাটা ধ্বংস করেছে, সেটায় প্রমাণিত আমরা পারি। আমি মোদিজিকে ধন্যবাদ জানাব।’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Operation Sindoor: সিঁদুরদানের সিঁদুর তখনও সিঁথিতে, জঙ্গি হামলায় নিহত স্বামী...! 'অপারেশন সিঁদুর'-এর পরই এল শুভমের স্ত্রীর প্রথম প্রতিক্রিয়া, জলে ভরবে চোখ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement