Amarnath Yatra 2020| করোনার বিরুদ্ধে সুরক্ষাবিধি মেনেই রোজ ৫০০ পুণ্যার্থী পাবেন অমরনাথ দর্শনের সুযোগ

Last Updated:

বাড়ি থেকে বসেও মিলবে অমরনাথের আরতি দর্শন , এবার হবে বিশেষ অনলাইন দর্শনের ব্যবস্থা

#নয়াদিল্লি: করোনা মহামারীর জেরেঅমরনাথ যাত্রা নিয়মবিধির মধ্যে রেখে আয়োজন করা যাবে ৷ জম্মু-কাশ্মীর প্রশাসন সীমিতভাবে অমরনাথ যাত্রার বিশেষ সম্মতি দিল ৷ সড়কপথে ৩,৮৮০ মিটার উঁচুতে অবস্থিত পবিত্র গুহাতে রোজ মাত্র ৫০০ পুণ্যার্থীকে অমরনাথ দর্শনের সুযোগ করে দেওয়া হবে ৷ এই কেন্দ্রশাসিত এলাকায় মানুষের প্রবেশের জন্য প্রশাসনের পক্ষ থেকে (SOP) লাগু হবে ৷ শ্রাবণ মাসের সকাল ৭.৩০ থেকে ৮.২০ অবধি অমরনাথের আরতি হয়, এবার সেই আরতি লাইভ দেখানো হবে ৷
মুখ্যসচিব বিবিআর সুব্রহ্মমণ্যম জানিয়েছেন , ‘এই বছর যাত্রা সীমিত স্তরে আয়োজন করা হবে ৷ এই যাত্রার সময় কোভিড ১৯ সম্পর্কিত সমস্ত পরীক্ষা ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে চেয়েছেন ৷ জম্মু সড়ক যোগে অমরনাথ অবধি যাওয়া যাবে ৷ রোজ ৫০০ পুণ্যার্থীকে অনুমতি দেওয়া হবে ৷ সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত একটি উপসমিতির বৈঠকে অধ্যক্ষের ভূমিকা পালন করছিলেন তিনি ৷ এক আধিকারিক জানিয়েছেন অমরনাথ যাত্রার জন্য সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার জন্য সব ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে ৷
advertisement
২ টি রাস্তা দিয়ে অনন্তনাগ থেকে পহেলগাঁও এবং গন্দেরবলের বালতাল থেকে এই যাত্রার বিষয়টি আয়োজন করা হবে ৷ ৪২ দিনের এই যাত্রা ২৩ জুন থেকে শুরু হয় ৷ তবে এবার করোনা অতিমারীর জেরে সেই নির্ধারিত দিনে অমরানথ যাত্রা শুরু করা যায়নি ৷ তবে দেরিতে হলেও অমরনাথ যাত্রায় বিশেষ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন ৷
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী অমরনাথজী শ্রাইন বোর্ড (SASB) জুলাইয়ের শেষ সপ্তাহে ১৫ দিনের সংক্ষিপ্ত সময়ের মধ্যে করা হবে ৷ অমরনাথ যাত্রা ২০২০ -র সমীক্ষা করার সময় মুখ্যসচিব জানিয়েছেন , করোনা অতিমারী পরিস্থিতির কথাও মাথায় রেখেই মূল ব্যবস্থাপনা করা হয়েছে ৷ তাই ়পুণ্যার্থীদের সুরক্ষাকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে তার সুরক্ষাবিধি জারি করা হবে ৷ আর এর জন্য রাজ্যের কার্যকারী সমিতি বিশেষ প্রক্রিয়াও শুরু করে দিয়েছে ৷ জম্মু-কাশ্মীরে ঢোকা একশ শতাংশ যাত্রীর করোনা সংক্রমণ পরীক্ষা করা ও তার পরবর্তী পর্যায়ে সেটা নিশ্চিত করার পরই যাত্রার অনুমতি মিলবে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Amarnath Yatra 2020| করোনার বিরুদ্ধে সুরক্ষাবিধি মেনেই রোজ ৫০০ পুণ্যার্থী পাবেন অমরনাথ দর্শনের সুযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement