One Nation, One Election: কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সঙ্কেত! ‘এক দেশ, এক ভোট’-এর পথে আরও একধাপ এগোল কেন্দ্র

Last Updated:

One Nation, One Election: ‘এক দেশ, এক নির্বাচন’-নীতি রূপায়ণের পথে আরও একধাপ এগোল কেন্দ্র। সূত্রের খবর, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই নীতিকে অনুমোদিত করেছে।

কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সঙ্কেত! ‘এক দেশ, এক ভোট’-এর পথে আরও একধাপ এগোল কেন্দ্র
কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সঙ্কেত! ‘এক দেশ, এক ভোট’-এর পথে আরও একধাপ এগোল কেন্দ্র
নয়াদিল্লি: ‘এক দেশ, এক নির্বাচন’-নীতি রূপায়ণের পথে আরও একধাপ এগোল কেন্দ্র। সূত্রের খবর, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই নীতিকে অনুমোদিত করেছে। সংসদের শীতকালীন অধিবেশনেই ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত বিল পেশ করতে পারে কেন্দ্র।
‘এক দেশ, এক ভোট’ নীতিকে লাগু করতে বরাবর সওয়াল করেছে বিজেপি সরকার। সূত্রের খবর, আগামী ১৩ এবং ১৪ ডিসেম্বর লোকসভার কক্ষে সমস্ত সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে বিজেপি। বুধবার এই নীতি নিয়ে জোর কদমে সওয়াল করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তাঁর মতে, বার বার ভোট হওয়ায় তা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করছে।
advertisement
advertisement
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ‘‘ভারতের অগ্রগতি ও উন্নয়নে একটা বাধা আছে, তা হল ঘন ঘন নির্বাচন। দেশে অন্য কোনও ঘটনা ঘটুক বা না ঘটুক, কিন্তু পাঁচ বছর বারো মাস ধরে নির্বাচনী প্রস্তুতি চলে। লোকসভা নির্বাচন শেষ হলে বিধানসভা নির্বাচন আসে। হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড হয়ে গেছে, এখন দিল্লি বিধানসভা নির্বাচন আসছে।” বলেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
One Nation, One Election: কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সঙ্কেত! ‘এক দেশ, এক ভোট’-এর পথে আরও একধাপ এগোল কেন্দ্র
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement