ফের জম্মু-কাশ্মীরে সেনা ছাউনিতে জঙ্গি হানা, মৃত ২, আহত ৪

Last Updated:

ফের উপত্যকায় জঙ্গি হামলা। জম্মুর সনজাওয়ানে সেনার ক্যাম্পে হামলা চালিয়েছে চার থেকে পাঁচ জঙ্গিদের একটি দল।

#শ্রীনগর: ফের উপত্যকায় জঙ্গি হামলা। জম্মুর সনজাওয়ানে সেনার ক্যাম্পে হামলা চালিয়েছে চার থেকে পাঁচ জঙ্গিদের একটি দল। এক জুনিয়র কমিশনড অফিসারের মেয়ে জঙ্গি সেনা সংঘর্ষে মাঝে পড়ে যায় ৷ জঙ্গিদের গুলিতে মারা যায় জওয়ানের মেয়ে। এতে ২ সেনাকর্মী শহিদ হয়েছেন ৷ আহত হয়েছেন চারজন ৷ এলাকা ঘিরে চলছে চিরুনি তল্লাশি।
জৈশ ই মহম্মদ জঙ্গিরা হামলা চালিয়েছে ৷ এখনও পর্যন্ত চলছে গুলির লড়াই ৷ ঘটনায় তিনজন আহত হয়েছে ৷
শনিবার ভোররাতে আর্মি ব্রিগেডের ফ্যামিলি কোয়ার্টারে ঢুকে হামলা চালায় জৈশ জঙ্গিরা ৷ পণবন্দি করার পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে ৷ ভোর ৪:৫৫ নাগাদ গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা ৷ পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারাও ৷
advertisement
advertisement
এখনও পর্যন্ত মোট কতজন জঙ্গি ভিতরে ঢুকে পড়েছে, সেটা জানা যায়নি। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে ৷ এলাকার স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷
মনে করা হচ্ছে ২০১৩ সালে ৯ ফেব্রুয়ারিতে আফজল গুরুর ফাঁসির প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ফের জম্মু-কাশ্মীরে সেনা ছাউনিতে জঙ্গি হানা, মৃত ২, আহত ৪
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement