‘একদিন তুমি প্রধানমন্ত্রী হবে’, বাজপেয়ীর উদ্দেশ্যে বলেছিলেন নেহেরু
Last Updated:
কখনও পাকিস্তানকে জবাব....কখনও প্রতিপক্ষ দলকে...কখনও কটাক্ষ...কখনও আক্রমণ...কখনও আবার তাঁর বক্তৃতায় সকলে হেসে লুটোপুটি...তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। বাগ্মী বাজপেয়ী।
#নয়াদিল্লি: তিনি তিন বারের প্রধানমন্ত্রী। বিদগ্ধ রাজনীতিক...তাঁর রাজনীতি কবিতা হয়ে ফুটত...তাঁর কথায় ছিল সরস্বতীর বাস.....তাঁর কথা ছিল কবিতা...
দীর্ঘ রাজনৈতিক জীবন...কখনও ছিলেন সৈনিক...কখনও সেনাপতি...দেখেছেন হাজারো ওঠা-নামা। কিন্তু অটল, অটল থেকেছেন। হার মানেননি। তাঁর কবিতার গলাতেও 'হার না মানা' হার...
advertisement
একসময়ে ছিলেন আরএসএসের প্রচারক...তারপর জনসংঘ হয়ে বিজেপি....তাঁর হিন্দুত্বও কবিতা বলেছে।
advertisement
কখনও পাকিস্তানকে জবাব....কখনও প্রতিপক্ষ দলকে...কখনও কটাক্ষ...কখনও আক্রমণ...কখনও আবার তাঁর বক্তৃতায় সকলে হেসে লুটোপুটি...তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। বাগ্মী বাজপেয়ী।
১৯৫৭ সালে উত্তরপ্রদেশের বলরামপুর থেকে লোকসভা নির্বাচিত হয়েছিলেন তিনি ৷ সেই সময় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নজর কেড়েছিলেন তিনি ৷ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় একবার নেহেরু বলেছিলেন, ‘ইনি অটল ৷ বিরোধীর তরুণ নেতা, যে সব সময় আমার সমালোচনা করে ৷ কিন্তু অটলের মধ্যে আমি উজ্জ্বস ভবিষ্যৎ দেখতে পায় ৷ ’ আরেক বিদেশ মন্ত্রকের কাছে তিনি বাজপেয়ী সম্বন্ধে বলেছিলেন, “India’s blooming young Parliamentarian” ৷
Location :
First Published :
August 17, 2018 12:24 PM IST