#নয়াদিল্লি: তিনি তিন বারের প্রধানমন্ত্রী। বিদগ্ধ রাজনীতিক...তাঁর রাজনীতি কবিতা হয়ে ফুটত...তাঁর কথায় ছিল সরস্বতীর বাস.....তাঁর কথা ছিল কবিতা...
আরও পড়ুন: LIVE: শেষ যাত্রায় বাজপেয়ী, শ্রদ্ধা জানাতে বিজেপি দফতরে মানুষের ঢল
দীর্ঘ রাজনৈতিক জীবন...কখনও ছিলেন সৈনিক...কখনও সেনাপতি...দেখেছেন হাজারো ওঠা-নামা। কিন্তু অটল, অটল থেকেছেন। হার মানেননি। তাঁর কবিতার গলাতেও 'হার না মানা' হার...
একসময়ে ছিলেন আরএসএসের প্রচারক...তারপর জনসংঘ হয়ে বিজেপি....তাঁর হিন্দুত্বও কবিতা বলেছে।
আরও পড়ুন: 'একজন পিতৃতুল্য মানুষকে হারালাম', বাজপেয়ীর প্রয়াণে দুঃখপ্রকাশ মোদির
কখনও পাকিস্তানকে জবাব....কখনও প্রতিপক্ষ দলকে...কখনও কটাক্ষ...কখনও আক্রমণ...কখনও আবার তাঁর বক্তৃতায় সকলে হেসে লুটোপুটি...তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। বাগ্মী বাজপেয়ী।আরও পড়ুন: শান্তিনিকেতনে এসে ১২ পদের মেনু তৃপ্তি করে খেয়েছিলেন বাজপেয়ী...
১৯৫৭ সালে উত্তরপ্রদেশের বলরামপুর থেকে লোকসভা নির্বাচিত হয়েছিলেন তিনি ৷ সেই সময় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নজর কেড়েছিলেন তিনি ৷ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় একবার নেহেরু বলেছিলেন, ‘ইনি অটল ৷ বিরোধীর তরুণ নেতা, যে সব সময় আমার সমালোচনা করে ৷ কিন্তু অটলের মধ্যে আমি উজ্জ্বস ভবিষ্যৎ দেখতে পায় ৷ ’ আরেক বিদেশ মন্ত্রকের কাছে তিনি বাজপেয়ী সম্বন্ধে বলেছিলেন, “India’s blooming young Parliamentarian” ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Atal Bihari Vajpayee death, Jawaharlal Nehru, অটল বিহারী মৃত্যু