#নয়াদিল্লি: রাজ্যসভায় তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল পেশ নিয়ে জটিলতা। তালিকায় থাকলেও আজ সম্ভবত বিল পেশ করা হচ্ছে না। ইতিমধ্যেই তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি করেছে বাম ও ডিএমকে।
বিল নিয়ে সন্তোষজনক রাস্তা বের করতে কংগ্রেসের সঙ্গে আলোচনায় বসছে সরকার । সংসদ বিষয়ক মন্ত্রী অনন্তকুমার জানিয়েছেন, সব ঠিকঠাক চললে কালই রাজ্যসভায় বিল পেশ করা হবে।
গত বৃহস্পতিবার লোকসভায় পাস হয়েছে তিন তালাক বিল ৷ লোকসভায় বিল পেশ হতেই তুমুল বিতর্ক শুরু হয়। ওই বিলে কারাদণ্ড ও জরিমানার সংস্থান নিয়ে প্রশ্ন তোলেন এমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। বিলে মৌলিক পরিবর্তনের দাবি তোলে বিজু জনতা দলও।
কী রয়েছে তিন তালাক বিলে, দেখে নিন এক নজরে-
- মৌখিক ভাবে, এসএমএসে বা ইন্টারনেট মেসেজিংয়ের মাধ্যমে তাৎক্ষণিক তিন তালাক অবৈধ
- তাৎক্ষণিক তিন তালাক শাস্তিযোগ্য ও জামিনঅযোগ্য অপরাধ- এই অপরাধে ৩ বছর পর্যন্ত কারাবাস ও জরিমানা হতে পারে
- নতুন বিলে ডিভোর্সি মুসলিম মহিলাদের খোরপোষ মেলার সুবিধা রয়েছে
- বিলে নাবালক সন্তানদের নিজেদের হেফাজতে নেওয়ার সুযোগ পাবেন মুসলিম মহিলারা
তাৎক্ষণিক তিন তালাক অবৈধ এবং অসাংবিধানিক। ২২ অগাস্ট দৃষ্টান্তমূলক রায় দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু এই রায় তিন তালাকে লাগাম পরাতে পারেনি। সুপ্রিম কোর্ট তালাক-এ-বিদ্দৎ-কে অবৈধ বলে রায় দিলেও এই কাজের জন্য শাস্তির কোনও বিধান নেই বর্তমান আইনে। এবং তারই সুযোগ নিয়ে মুখে বা চিঠিতে, ফোন বা ইন্টারনেটে এমন তালাক দেওয়ার ঘটনা আকছার ঘটছে। এবার আইন করে তা নিষিদ্ধ করতে সংসদের শীত অধিবেশনেই বিল আনতে চলেছে সরকার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, BJP And Congress, Congress, Rajyasabha, Triple Talaq Bill