সাধারণতন্ত্র দিবসে মুক্তি পেল সিংঘ-বাঘ, পাখির কন্ঠে অনবদ্য 'সারে জাহান সে আচ্ছা', ভাইরাল ভিডিও
- Published by:Somosree Das
- news18 bangla
Last Updated:
বন্যপ্রাণীদের গলায় 'সারে জাহান সে আচ্ছা', অপূর্ব এই ভিডিওটি আপনার মন ভরিয়ে দেবে। দেখুন...
#নয়াদিল্লি: গতকাল ২৬ জানুয়ারি ভারতের ৭২ তম সাধারণতন্ত্র দিবসে, সংবিধান কার্যকর হওয়ার দিনটিকে শ্রদ্ধা জানানোর জন্য অ্যানিম্যাল প্ল্যানেট ইন্ডিয়া একটি ভিডিও প্রকাশ করেছে। বিভিন্ন বন্য প্রাণীদের শব্দ দিয়ে তৈরি একটি দারুণ ভিডিও বানানো হয়েছে, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। ভিডিওটিতে 'সারে জাহান সে আচ্ছা' গানটির উপস্থাপনার সঙ্গে সিংঘ, বাঘ, পাখিদের ছবি একেবারে অনবদ্য।
এই অপূর্ব সংকলনটি এর আগে কেউ কখনও করেনি এবং করার কথা ভাবতেও পারেনি। এটি ইউটিউবের মতন ডিজিট্যাল প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে। গানটি মুম্বই-ভিত্তিক ক্যাপেলা (গান গাওয়ার সময় কোনও যন্ত্র ব্যবহার করা হয়না) ব্যান্ড 'রাগা ট্রিপিন' বানিয়েছে। এখন সোশ্যাল মিডিয়ার চর্চায় রয়েছে এই ভিডিওটি, লাইক শেয়ার সহ নেটিজেনদের কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে সামাজিক মাধ্যমগুলি।
advertisement
চলুন দেখে নেওয়া যাক সেই অপূর্ব ভিডিও---
advertisement
দেড় মিনিটের এই ভিডিও ক্লিপটি ইতিমধ্যে ইউটিউবে প্রায় ৫ লক্ষের বেশি ভিউজ পেয়েছে এবংসেই সঙ্গে ট্যুইটার ও ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।
advertisement
অ্যানিম্যাল প্ল্যানেট ইন্ডিয়া নিজেদের সোশ্যাল মিডিয়ায় লিখেছে, "ভারতের অবিশ্বাস্য জীববৈচিত্র্যের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি! ভারতের বন্য প্রাণীদের বিভিন্ন শব্দ দিয়ে তৈরি দেশাত্মবোধক গান 'সারে জাহান সে আচ্ছা' উপভোগ করুন। এই গানটি একেবারে অরিজিনালি বিভিন্ন পাখি, প্রাণী এবং প্রকৃতির শব্দগুলি দিয়ে খাঁটি ভাবে বানানো হয়েছে। এই সুন্দর সংস্করণটি তৈরি করতে সাহায্য করেছে ক্যাপেলা ব্যান্ড রাগা ট্রিপিন।"
advertisement
উল্লেখ্য, দেশাত্মবোধক এই গান 'সারা জাহান সে আছা' উর্দু কবিতার গজল কবি মহম্মদ ইকবাল লিখেছিলেন শিশুদের জন্য।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 27, 2021 9:39 PM IST