PM Modi’s Birthday E-Auction: জন্মদিনে নরেন্দ্র মোদির পাওয়া উপহার নিলামপর্বের আয়োজন সংস্কৃতিমন্ত্রকের, নীরজের জ্যাভলিন ছাড়াও আর কী কী থাকছে?

Last Updated:

Ministry of Culture to organise e-auction: প্রায় ১৩০০টি উপহারের মধ্যে রয়েছে নীরজ চোপড়ার জ্যাভলিন (Neeraj Chopra), লভলিনার বক্সিং গ্লাভস, অবনী লেখারার টি-শার্ট-সহ আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য জিনিস।

(Photo: Twitter/@Neeraj_chopra1)
(Photo: Twitter/@Neeraj_chopra1)
নয়াদিল্লি: আজ, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন উপলক্ষে দেশজুড়েই নানা কর্মসূচি পালন করা হচ্ছে ৷ যার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া বিভিন্ন সামগ্রীর নিলামপর্ব ৷ এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ যাবে নমামি গঙ্গা প্রকল্পের (Namami Ganga Project) উন্নয়নের কাজে। গতকাল, বৃহস্পতিবারই সংস্কৃতি মন্ত্রকের (Ministry of Culture to organise e-auction) পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়। প্রায় ১৩০০টি উপহারের মধ্যে রয়েছে নীরজ চোপড়ার জ্যাভলিন (Neeraj Chopra), লভলিনার বক্সিং গ্লাভস, অবনী লেখারার টি-শার্ট-সহ আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য জিনিস।
নিলাম পর্বে আজ সবচেয়ে বেশি আগ্রহ নীরজ চোপড়ার জ্যাভলিনটি নিয়েই ৷ সূত্রে খবর, প্রায় ৭৫ লক্ষ টাকা বেস প্রাইজে নিলামে তোলা হতে পারে জ্যাভলিনটিকে ৷ পাশাপাশি টোকিও অলিম্পিক্সে অবনী লেখারার পরা টি-শার্টের বেস প্রাইস রাখা হয়েছে ১৫ লক্ষ টাকা। তাই সবমিলিয়ে এই নিলামপর্ব জমজমাটই বলা যেতে পারে ৷
advertisement
advertisement
১৯৫০ সালে জন্ম নরেন্দ্র মোদির। আজ, শুক্রবার ৭১ পূর্ণ করলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে আগামী ৭ অক্টোবর প্রশাসক জীবনের ২০ বছরও পূর্ণ করতে চলেছেন নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধি থেকে শুরু করে জগৎ প্রকাশ নাড্ডা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং আরও অনেকে ৷
advertisement
আজ সারাদেশ ব্যাপী সবথেকে বেশি সংখ্যক ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। এবিষয়ে নিজেই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya)। গতকাল, বৃহস্পতিবার তিনি বলেন, “আগামিকাল আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর জন্মদিন। সেই #VaccineDay পালন করা হবে। প্রত্যেকে যেন তাঁর প্রিয়জনের ভ্যাকসিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। এটাই হবে প্রধানমন্ত্রীর কাছে আমাদের তরফ থেকে দেওয়া সবথেকে বড় উপহার।”
advertisement
২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মোদির জন্মদিন পালন করে আসছে BJP। এবং দিনটি তারা সেবা দিবস হিসেবে পালন করছে তারা। অন্যবার সর্বাধিক সাত দিন ব্যাপী জন্মদিনের অনুষ্ঠান পালন করা হলেও এবছর ২০ দিন ধরে পালন করা হবে ওই অনুষ্ঠান। ইতিমধ্যে জে পি নাড্ডার তরফে দলের নেতা ও কর্মীদের জন্য বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আজ শুক্রবার থেকে আগামী ২০ দিন কী কী কর্মসূচি পালন করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi’s Birthday E-Auction: জন্মদিনে নরেন্দ্র মোদির পাওয়া উপহার নিলামপর্বের আয়োজন সংস্কৃতিমন্ত্রকের, নীরজের জ্যাভলিন ছাড়াও আর কী কী থাকছে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement