নোটবন্দির ২ বছর: মোদি সরকারের সিদ্ধান্ত নিয়ে ট্যুইটারে ব্যাট ধরলেন অরুণ জেটলি

Last Updated:
#নয়াদিল্লি: ২০১৬ সালের ৮ নভেম্বর। দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ৫৫ মিনিটের ভাষণ। গোটা দেশ তোলপাড়। ১০০০ ও ৫০০ হাজার নোট বাতিলের সিদ্ধান্ত মোদি সরকারের। এটিএম, ব্যাঙ্কেও বসে নিয়ন্ত্রণ। প্রতিশ্রুতি, মাত্র ৫০ দিনের মধ্যে কালো টাকা মুক্ত হবে অর্থনীতি। বহু ভোগান্তি, অনেক হয়রানির পর হাতে কি এল? আরবিআইয়ের রিপোর্ট জানাচ্ছে, কালো টাকা নষ্টের বদলে ব্যাঙ্কেই ফেরত এসেছে। ২ বছর পরেও নোট বাতিল নিয়ে লাভ-ক্ষতির হিসাবনিকেশ চলছেই।
নোটবন্দির দু’বছর পূর্তিতেই মোদি সরকারের বিরুদ্ধে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ট্যুইটে মোদির নোটবন্দির সিদ্ধান্তকে বিপর্যয় বলেই বর্ণনা করেছেন মমতা ৷ সঙ্গে ৮ নভেম্বর দিনটিকে ‘কালো দিন’ বলে চিহ্নিত করেছেন ৷
তবে মোদি সরকারের নোটবন্দির সিদ্ধান্ত নিয়ে ট্যুইটারে রীতিমতো ব্যাট ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ দ্বিতীয় বর্ষপূর্তিতে নোটবন্দির সাফল্য তুলে ধরতে তৎপর কেন্দ্রীয় সরকার। মোদি সরকারের সিদ্ধান্ত নিয়ে ব্যাট ধরেছেন কেন্দ্রীয় অথর্মন্ত্রী অরুণ জেটলি। টুইটে লিখেছেন,
advertisement
advertisement
arun
নোটবন্দি ও জিএসটির সুফল মিলেছে। কালো টাকা ফেরাতেই আইন মেনে পদক্ষেপ করা হয়েছিল। এর ফলে, ডিজিটাল লেনদেন বেড়েছে। বেড়েছে করদাতার সংখ্যাও। সেই টাকা উন্নয়নের কাজে ব্যবহার করা হচ্ছে। চলতি আর্থিক বছরে ২০.২ % হারে কর জমা বেড়েছে। কর্পোরেট কর বেড়েছে ১৯.৫%।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নোটবন্দির ২ বছর: মোদি সরকারের সিদ্ধান্ত নিয়ে ট্যুইটারে ব্যাট ধরলেন অরুণ জেটলি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement