ভুবন সোমের স্রষ্টাকে টলিউডের শ্রদ্ধা! শতবর্ষে ফিরে আসছে মৃণাল সেনের তিন ছবি, নির্মাতা কারা?

Last Updated:

Mrinal Sen: ‘আজ বাবা থাকলে বয়স হত ৯৯ । পরিচালক এবং মানুষ হিসেবে পরিপূর্ণ জীবন কাটিয়ে গিয়েছেন। শতবর্ষের কাছাকাছি এসে পরিচালক হিসেবে তাঁর সেরা প্রাপ্তি ঘটতে চলেছে। তিন-তিনটি ছবি তৈরি হতে চলেছে তাঁর জীবন ও কাজকে উদযাপন করে।’

সত্যজিৎ রায়ের সঙ্গে একই বাক্যবন্ধনীতে উচ্চারিত হত তাঁর নাম৷ তবে তিনি কখনওই সত্যজিৎ হতে চাননি৷ বরং তিনি ছিলেন তাঁর মতো করেই অনন্য৷ সত্যজিৎ রায়ের মৃত্যুর ২৬ বছর পরে চলে গিয়েছিলেন তিনি৷  ‘আজ বাবা থাকলে বয়স হত ৯৯ । পরিচালক এবং মানুষ হিসেবে পরিপূর্ণ জীবন কাটিয়ে গিয়েছেন। শতবর্ষের কাছাকাছি এসে পরিচালক হিসেবে তাঁর সেরা প্রাপ্তি ঘটতে চলেছে। তিন-তিনটি ছবি তৈরি হতে চলেছে তাঁর জীবন ও কাজকে উদযাপন করে।’ মৃণাল সেনের জন্মদিনে ঠিক এই পোস্টটারই বোধ হয় দরকার ছিল৷ পোস্টটি করেছেন মৃণাল-পুত্র কুণাল  সেন স্বয়ং৷
advertisement
advertisement
কে কে এই তিন ছবির পরিচালসক?  পরিচালকের সঙ্গে তাঁর কাজ নিয়ে ছবি বানাতে চলেছেন অঞ্জন দত্ত। খারিজ ছবিটিকে নবরূপে নির্মাণ করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়৷ মৃণাল সেনের শতবর্ষে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিও আসছে৷  শনিবার মৃণালের জন্মদিনেই ছবির পোস্টারটি টুইটারে ভাগ করে নিয়েছেন সৃজিত। সঙ্গে লিখেছেন, ‘সেই লকডাউনের সময় থেকেই অপেক্ষায় ছিলাম। শতবর্ষ উদ্‌যাপন শুরুর পরে অবশেষে এল সেই দিন। আন্তর্জাতিক ছবির দুনিয়া পাল্টে দিতে চাওয়াএক মানুষের একশো বছর পালন করছি আমরা।’ সেই ছবির পোস্টারের ছবিও ভাগ করে নিয়েছেন তিনি৷
advertisement
কুণাল সেন লিখেছেন, ‘কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির নাম ‘পালান’। কৌশিকের এই ছবিতে বাবার তৈরি ‘খারিজ’ ছবির চরিত্রদের ৪০ বছর এগিয়ে দিয়ে গল্প তৈরি হয়েছে। সৃজিত তৈরি করছেন বাবা জীবনের উপর নির্ভর করা  কাল্পনিক বায়োপিক। নাম ‘পদাতিক’। আর অঞ্জন দত্ত তৈরি করছেন একটি পার্সোনাল ফিচার ফিল্ম। বাবা ও অঞ্জন দত্তর ব্যক্তিগত কথোপকথোনের উপর নির্ভর করে তৈরি হয়েছে এই ছবি। অঞ্জন দত্ত আমার বাবার ছবি চালচিত্রে কাজ করেছিলেন। আমি এই তিনটে ছবি দেখার জন্য  অপেক্ষা করছি।’
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ভুবন সোমের স্রষ্টাকে টলিউডের শ্রদ্ধা! শতবর্ষে ফিরে আসছে মৃণাল সেনের তিন ছবি, নির্মাতা কারা?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement