Minor Rape Case: "সম্মতি নিয়ে যৌনতার আগে কি আধার কার্ড দেখা যায়": নাবালিকা ধর্ষণ মামলায় জানাল আদালত

Last Updated:

Consensual Physical Relation: "শারীরিক সম্পর্কে যাওয়ার আগে স্কুল রেকর্ড, আধার কার্ড, প্যান কার্ড দেখতে হবে না এবং জন্ম তারিখ যাচাই করতে হবে না,” বলে আদালত।

#নয়াদিল্লি: সম্মতিমূলক শারীরিক সম্পর্কের ক্ষেত্রে একজন ব্যক্তির তাঁর সঙ্গীর জন্ম তারিখ যাচাই করার প্রয়োজন নেই! নাবালিকা প্রেমিকাকে ‘ধর্ষণ’ করার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে জামিন দেওয়ার সময় এমনই জানায় দিল্লি হাইকোর্ট। সরকারি নথি অনুযায়ী, এই নাবালিকার, তিন জায়গায় তিনটি ভিন্ন জন্ম তারিখ রয়েছে। আদালত জানিয়েছে, একজন ব্যক্তির সঙ্গে সম্মতিপূর্ণ শারীরিক সম্পর্কের আগে আধার কার্ড বা প্যান কার্ড দেখা বা স্কুলের নথি থেকে সঙ্গীর জন্মতারিখ যাচাই করার প্রয়োজন নেই। অভিযুক্ত ব্যক্তির দাবি, ওই অভিযোগকারিণী নিজের জন্ম তারিখকে শুধুমাত্র তাঁর বিরুদ্ধে শিশু নির্যাতনের মামলা করার জন্যই ব্যবহার করছে।
“যে ব্যক্তি অন্য ব্যক্তির সঙ্গে সম্মতিক্রমে শারীরিক সম্পর্কে রয়েছেন, তাঁর অন্য ব্যক্তির জন্ম তারিখ যাচাই করার প্রয়োজন নেই। শারীরিক সম্পর্কে যাওয়ার আগে স্কুল রেকর্ড, আধার কার্ড, প্যান কার্ড দেখতে হবে না এবং জন্ম তারিখ যাচাই করতে হবে না,” বলে আদালত।
advertisement
advertisement
বিচারপতি জসমিত সিং বলেন, “একটি আধার কার্ড রয়েছে এবং তাতে জন্ম সাল রয়েছে ০১.০১.১৯৯৮। যাতে প্রমাণ হয়ে যায় আবেদনকারী একজন নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন না।” “জন্ম তারিখের বিষয়ে, মনে হচ্ছে অভিযোগকারিণীর তিনটি ভিন্ন জন্ম তারিখ রয়েছে। আধার কার্ডে তাঁর জন্ম তারিখ ০১.০১.১৯৯৮ রয়েছে এবং তাই ঘটনার দিনে সাবালিকাই ছিলেন তিনি,” বলেন তিনি।
advertisement
আদালত প্রাথমিকভাবে এটিকে হানি-ট্র্যাপ বলেই মনে করছে এবং ২০১৯ এবং ২০২১ সালে ঘটা এই ঘটনার এফআইআর দায়েরে ‘অত্যন্ত দেরি’র জন্যও কোনও সন্তোষজনক কারণ দেখানো হয়নি।
“আমি মনে করি এই ক্ষেত্রে, যা চোখে দেখা যাচ্ছে বিষয়টা তাঁর চেয়েও অনেক বেশি কিছু। প্রসিকিউট্রিক্সের নিজের দেখানো প্রমাণ এবং এফআইআরে যেমন বলা হয়েছে, ২০১৯ সাল থেকে অভিযুক্তের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। যদি অভিযুক্ত তাঁকে ব্ল্যাকমেল করে থাকেন, তিনি পুলিশের কাছে এলেন না কেন?” প্রশ্ন করেন বিচারক।
advertisement
আদালত নির্দেশ দিয়েছে, অভিযুক্তকে ২০,০০০ টাকার জামিনে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হবে এবং তাঁকে পর্যায়ক্রমে থানায় রিপোর্ট করতে হবে এবং যখনই মামলার শুনানি হবে তখন আদালতে হাজির হতে হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Minor Rape Case: "সম্মতি নিয়ে যৌনতার আগে কি আধার কার্ড দেখা যায়": নাবালিকা ধর্ষণ মামলায় জানাল আদালত
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement