মারাত্মক! স্টেশন থেকে অপহৃত শিশুর সন্ধান মিলল ফিরোজাবাদের বিজেপি নেতার বাড়িতে

Last Updated:

এই  চক্রের সঙ্গে যুক্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ || BJP's Vinita Agarwal and her husband Krishna Murari Agarwal have said they had adopted the infant unaware that he was stolen or abducted

শিশুদের যত্ন নেওয়া সবচেয়ে কঠিন। বিশেষ করে প্রথমবার মা-বাবা হলে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাই এই বয়সে প্রায়ই নানা রোগ-ব্যাধির শিকার হয়। এর বেশিরভাগটা বাড়িতেই সামলে দেওয়া যায়। কিন্তু সমস্যা বাড়লে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ। যাঁরা নতুন বাবা-মা হয়েছেন, তাঁরা অনেক সময়েই বুঝতে পারেন না কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত। এখানে সেই নিয়েই আলোচনা করা হল।
শিশুদের যত্ন নেওয়া সবচেয়ে কঠিন। বিশেষ করে প্রথমবার মা-বাবা হলে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাই এই বয়সে প্রায়ই নানা রোগ-ব্যাধির শিকার হয়। এর বেশিরভাগটা বাড়িতেই সামলে দেওয়া যায়। কিন্তু সমস্যা বাড়লে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ। যাঁরা নতুন বাবা-মা হয়েছেন, তাঁরা অনেক সময়েই বুঝতে পারেন না কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত। এখানে সেই নিয়েই আলোচনা করা হল।
মথুরা: মথুরা রেলস্টেশনে ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে অপহরণ করা সাত মাস বয়সী শিশুর সন্ধান মিলল ফিরোজাবাদের এক বিজেপি নেতার বাড়িতে৷ অভিযোগ, মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন কাউন্সিলর বীনিতা আগরওয়াল এবং তাঁর স্বামী কৃষ্ণমুরারী আগরওয়াল ১.৮ লক্ষ টাকার বিনিময়ে শিশুটিকে কেনেন৷
সূত্রের খবর, ২৪ অগাস্ট ভোরে মথুরা জংশন রেলওয়ে স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক শিশুর অপহরণের ঘটনা সিসিটিভিতে ধরা পড়ে এবং পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি মথুরা স্টেশনের প্ল্যাটফর্মে ওই ঘুমন্ত পরিবারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এরপরেই সাবধানে চারপাশে তাকানোর পরে তিনি চুপিসারে কাছাকাছি আসেন এবং শিশুটিকে তুলে নিয়ে ট্রেনের দিকে দৌড়ন৷
advertisement
advertisement
আরও পড়ুন: পড়াশোনার অসহ্য চাপ, নিজের জীবন দিয়ে 'মুক্তি'র পথ খুঁজল দুর্গাপুরের দ্বাদশের ছাত্র!
পুলিশ জানিয়েছে, সিসিটিভিতে ধরা পড়া ব্যক্তির নাম দীপক এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে। অভিযুক্ত বীনিতা আগরওয়াল এবং তাঁর স্বামী কৃষ্ণমুরারি আগরওয়ালের দাবি, তাঁদের এক ১২ বছর বয়সী কন্যাসন্তান রয়েছে৷ কোনও ছেলে নেই৷ তাই দীপক চুরি করেছে বা অপহরণ করেছে তা তাঁরা জানতেনই না৷ না জেনেই শিশুটিকে দত্তক নিয়েছিলেন তাঁরা। এই  চক্রের সঙ্গে যুক্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মারাত্মক! স্টেশন থেকে অপহৃত শিশুর সন্ধান মিলল ফিরোজাবাদের বিজেপি নেতার বাড়িতে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement