২৩২ দিন পর মুক্তি, নিজের নতুন চেহারা টুইটারে শেয়ার করলেন ওমর আবদুল্লা
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
#শ্রীনগর: প্রায় আটমাস বন্দি ছিলেন তিনি। মুক্তি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই টুইট করলেন জম্মু কাশ্মীরের প্রাক্তণ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বাড়ি ফেরার সুযোগ পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ওমর। তাঁর কথায় আজকের পৃথিবীটা পুরো অন্য রকম। নিজের নতুন চেহারার ছবিও শেয়ার করেছেন ওমর আবদুল্লা।
এদিন টুইটারে এই ন্যাশানল কনফারেন্স নেতা লেখেন, ২৩২ দিন পরে আমি হরি নিবাস ছাড়ছি আজ। এটা সম্পূর্ণ একটা নতুন পৃথিবী। ৫ অগস্ট ২০১৯-এর থেকে এই পৃথিবী সম্পূর্ণ আলাদা।
232 days after my detention today I finally left Hari Niwas. It’s a very different world today to the one that existed on 5th August 2019. pic.twitter.com/Y44MNwDlNz
— Omar Abdullah (@OmarAbdullah) March 24, 2020
advertisement
advertisement
২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সময়ে অন্য কাশ্মীরি নেতাদের সঙ্গেই গ্রেফতার করা হয় আবদুল্লাহকে। আবদুল্লার সঙ্গে একই সময়ে বন্দি করা হয়েছিল মেহেবুবা মুফতি, ফারুক আবদুল্লাহকেও।"
গত সপ্তাহেই ওমরের বোনের আবেদনেরর শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জানতে চায়, কাশ্মীরী নেতাদের মুক্তির ব্যপারে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর দেওয়ার জন্যে সাত দিন সময় দেওয়া হয় কেন্দ্রকে। অবশেষে, মঙ্গলবার ২৩২ দিন পরে মুক্তি দেওয়া হল এই ন্যাশানাল কনফারেন্স নেতাকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 24, 2020 2:32 PM IST