পুরনো মামলাতেই জ্যোতিরাদিত্যকে প্যাঁচে ফেলার চেষ্টা, তৎপর কমল নাথ সরকার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার পরই বৃহস্পতিবার পুরনো এই মামলাটিতে ফের তদন্তে নেমেছে মধ্যপ্রদেশের আর্থিক অপরাধ দমন শাখা।
কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার পরই বৃহস্পতিবার পুরনো এই মামলাটিতে ফের তদন্তে নেমেছে মধ্যপ্রদেশের আর্থিক অপরাধ দমন শাখা। সুরেন্দ্র শ্রীবাস্তব নামে এক ব্যক্তির দায়ের করা সেই অভিযোগের সত্যতা যাচাই করে দেখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের আর্থিক অপরাধ দমন শাখার আধিকারিকরা। অভিযোগ অনুযায়ী, কাগজপত্র জাল করে একটি জমি বিক্রি কের দিয়েছিলেন জ্য়োতিরাদিত্য। আর্থিক অপরাধ দমন শাখার এক আধিকারিক সংবাদস্থা পিটিআই-কে জানিয়েছেন, 'সুরেন্দ্র শ্রীবাস্তবের দায়ের করা অভিযোগের সত্যতা পুনরায় যাচাই করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।'
advertisement
ওই আধিকারিকের আরও দাবি, বৃহস্পতিবারই অভিযোগকারী সুরেন্দ্র শ্রীবাস্তব ফের একবার তাঁর অভিযোগ খতিয়ে দেখার আর্জি জানিয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। এর পরই ফের অভিযোগের সত্যতা পুনরায় খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
সিন্ধিয়ার ঘনিষ্ঠ নেতা পঙ্কজ চতুর্বেদীর অবশ্য দাবি, গোটাটাই রাজনৈতিক প্রতিহিংসা থেকে করছেন কমল নাথ সরকার। তিনি বলেন, 'প্রমাণের অভাবে এই মামলাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন প্রতিহিংসা পরায়ণ হয়ে সেই মামলাই ফের খোলা হচ্ছে। সংবিধান এবং আইনের উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা ন্যায় পাবই এবং কমল নাথ সরকারকে এর যোগ্য জবাব দেব।'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2020 5:18 PM IST