আরও তিনদিন চলবে পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট ! কোথায় ?
Last Updated:
গত কয়েকদিন ধরে নোট বিভ্রান্তি নিয়ে চরম ভোগান্তির সম্মুখিন হতে হয়েছে সাধারণ মানুষকে ৷ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মেলেনি নতুন নোট ৷
#নয়াদিল্লি: নিশানায় কালো টাকা। দেশের অর্থনীতিতে আর্থিক বৃদ্ধিকে ছাপিয়ে যাচ্ছিল জাল টাকার বাড়বাড়ন্ত। অবস্থা চরমে ওঠায় কালো টাকা বন্ধে অভিযানে কেন্দ্র। কেন্দ্রের দাবি, কালো টাকা মুক্ত অর্থনীতিতে গতি পাবে উন্নয়ন। রাজ্যগুলির হাতে থাকবে বাড়তি টাকা। তাই মঙ্গলবার মাঝরাত থেকে বাতিল করে দেওয়া হয় পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট ৷ এর জেরে চরম ভাগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে ৷ কোথাও আর পুরোনো নোট দিয়ে কোনও লেনদেন করা যাচ্ছে না ৷ মোদি জানিয়েছিলেন বিশেষ কিছু জায়গা যেমন পেট্রোল পাম্প, সরকারি হাসপাতালে ১১ তারিখ পর্যন্ত পুরনো নোট নেওয়া হবে ৷ মানুষের হয়রানি দেখে কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে আরও দু’দিন চলবে পুরোনো নোট ৷
গত কয়েকদিন ধরে নোট বিভ্রান্তি নিয়ে চরম ভোগান্তির সম্মুখিন হতে হয়েছে সাধারণ মানুষকে ৷ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মেলেনি নতুন নোট ৷ তার উপর নিজের কাছে থাকা অচল ৷ তার মাঝে কেন্দ্রে সরকারের সিদ্ধান্ত কিছুটা হলে সস্থির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ ৷
প্রথমে জানানো হয় যে ১১ নভেম্বর পর্যন্ত পেট্রোল পাম্পে পুরোন নোট নেওয়া হবে ৷ কিন্তু ব্যাঙ্ক ও এটিএমে পর্যাপ্ত টাকা না থাকায় আগামী দু’দিন পুরোন টাকা দিয়ে কিনতে পারা যাবে পেট্রোল ও ডিজেল ৷
advertisement
advertisement
পেট্রোল পাম্পের পাশাপাশি পুরোনো নোট রেলের টিকিট কাউন্টার, হাসপাতাল ও ওষুধের দোকানেও নেওয়া হবে ৷ কেবল তা নয় আগামী তিন দিন অথার্ৎ ১৪ নভেম্বর পর্যন্ত টোল ট্যাক্স আদায় করা হবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার ৷
কোথায় কোথায় চলবে পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট ?
-পেট্রোল পাম্প
-রেলের টিকিট বুকিং কাউন্টার, সরকারি বাস, এয়ারলাইন্স টিকিট কাউন্টারে টিকিট কেনার জন্য পুরোনো নোট ব্যবহার করা যেতে পারে
advertisement
-রাজ্য ও কেন্দ্র সরকার অধিকৃত কো-অপারেটিভ স্টোর, সরকারি মিল্ক বুথেও পুরোনো টাকা নেওয়া হবে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2016 9:24 AM IST