Odisha News: জল এনে দিয়েছিলেন অফিসের পিওন, চুমুক দিয়েই অসুস্থ ইঞ্জিনিয়ার! স্টিলের বোতলে কী ভরা ছিল?

Last Updated:

ওই বোতলের জলের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠান ওই ইঞ্জিনিয়ার৷ পরীক্ষায় জানা যায়, ওই জলের মধ্যে ২.০ পিপিএম মাত্রায় অ্যামোনিয়ার মিশ্রণের উপস্থিতি রয়েছে৷

অভিযোগকারী ইঞ্জিনিয়ার সচিন গৌড়া৷
অভিযোগকারী ইঞ্জিনিয়ার সচিন গৌড়া৷
বোতলে ভরে খাওয়ার জন্য জল এনে দিয়েছিলেন অফিসের পিওন৷ কিন্তু সেই জল খাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন অফিসার৷ শেষে ভর্তি হতে হয় হাসপাতালে৷ বোতলের সেই জলের নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষা করিয়ে জানা গেল, জল নয়, বোতলে ভরে নিজেই প্রস্রাব অফিসারকে খেতে দিয়েছিলেন ওই পিওন৷
এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ওড়িশার গজপতি জেলায়৷ অভিযুক্ত পিওন সিবা নারায়ণ নায়েককে গ্রেফতার করেছে পুলিশ৷ তিনি ওড়িশার সরকারের গ্রামীণ জল সরবরাহ এবং নিকাশী দফতরের কর্মী৷
জানা গিয়েছে, গত ২৩ জুলাই এই ঘটনা ঘটে৷ সেদিন গভীর রাত পর্যন্ত উদয়গিরির অফিসে কাজ করছিলেন দফতরের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সচিন গৌড়া এবং পিওন সিবা নারায়ণ নায়েক৷ কাজ করতে করতেই ওই পিওনকে খাওয়ার জল দিতে বলেন ওই ইঞ্জিনিয়ার৷ অভিযোগ, তখনই একটি স্টিলের বোতলে নিজের প্রস্রাব ভরে ওই ইঞ্জিনিয়ারকে খেতে দেন সিবা নায়েক নামে ওই পিওন৷
advertisement
advertisement
জল ভেবে সেই প্রস্রাবই পান করেন ওই ইঞ্জিনিয়ার৷ এর পরই অসুস্থ বোধ করতে থাকেন তিনি৷ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এমকেসিজি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়৷ পরে ওই বোতলের জলের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠান ওই ইঞ্জিনিয়ার৷ পরীক্ষায় জানা যায়, ওই জলের মধ্যে ২.০ পিপিএম মাত্রায় অ্যামোনিয়ার মিশ্রণের উপস্থিতি রয়েছে৷ যার থেকেই স্পষ্ট হয় যে ওই পানীয়ে আসলে প্রস্রাব মেশানো ছিল৷ সাধারণ পানীয় জলে যে অ্যামোনিয়ার মাত্রা ০.৫ পিপিএম-এর নীচে থাকার কথা৷
advertisement
এই রিপোর্ট হাতে পেয়েই উচ্চতর কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর পাশাপাশি পুলিশে অভিযোগ জানান ওই জুনিয়র ইঞ্জিনিয়ার৷ এর পরই অভিযুক্ত ওই পিওনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ জিজ্ঞাসাবাদে ওই পিওন স্বীকার করে যে জলের সঙ্গে প্রস্রাব মিশিয়ে ওই ইঞ্জিনিয়ারকে খেতে দিয়েছিল সে৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ কেন ওই পিওন এমন কাজ করল, তা জানতে  জেরা করছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Odisha News: জল এনে দিয়েছিলেন অফিসের পিওন, চুমুক দিয়েই অসুস্থ ইঞ্জিনিয়ার! স্টিলের বোতলে কী ভরা ছিল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement