পুরীতে অগ্নিদগ্ধ হয়ে মৃত সেই কিশোরী, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মৃতার বাবার বিস্ফোরক দাবি

Last Updated:

গত দু'সপ্তাহ আগে পুরীতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ১৫ বছরের এক কিশোরীর। গত ১৯ জুলাইতে ঘটে যাওয়া এই ঘটনায় প্রায় দুই সপ্তাহ বাদে দিল্লির এইমসে মৃত্যু হল ওই কিশোরীর। এই ঘটনার সত্যতা স্বীকার করে শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের তদন্তে।
চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের তদন্তে।
পুরী: মৃত্যুর কোলে ঢলে পুরীতে অগ্নিদগ্ধ হওয়া সেই কিশোরী, তদন্তে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য
গত দু’সপ্তাহ আগে পুরীতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ১৫ বছরের এক কিশোরীর। গত ১৯ জুলাইতে ঘটে যাওয়া এই ঘটনায় প্রায় দুই সপ্তাহ বাদে দিল্লির এইমসে মৃত্যু হল ওই কিশোরীর। এই ঘটনার সত্যতা স্বীকার করে শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
এই প্রসঙ্গে তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, “এই খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। বালাঙ্গা জেলার এই ঘটনা সত্যি হৃদয়বিদারক। ডাক্তার থেকে মেডিক্যাল স্টাফ সকলের প্রচেষ্টা ব্যর্থ করে মেয়েটির মৃত্যু হয়েছে।”
advertisement
advertisement
উল্লেখ্য, গত ১৯ জুলাই অভিযোগ ওঠে কিছু অপরিচিত ব্যক্তি ওই কিশোরীর গায়ে আগুন দিয়ে দেয়। এই ঘটনায় দেহের প্রায় ৭৫% পুড়ে যায় ওই কিশোরীর। এরপরেই তাঁকে তড়িঘড়ি দিল্লির এইএমসে স্থানান্তরিত করা হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি।
মেয়ে হারিয়ে তাঁর বাবা বলেন, “আমি কারোর দিকে আঙুল তুলতে চাই না। ধর্ম,বর্ণ,জাত-পাত নির্বিশেষে আমার মেয়ের আত্মার শান্তি কামনা করুন। আমি কারোর উপর অভিমান করিনি। আমি অনুরোধ করছি আমাকে আর আমার পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখুন। যতক্ষণ বাড়ি ছিল সে ঠিক ছিল। তারপর হঠাৎ করেই যে কী হয়ে গেল।”
advertisement
অন্যদিকে, পুলিশে প্রথমে তাঁর মা অভিযোগ করেন তাঁর মেয়েকে কিছু অপরিচিত লোক অপহরণ করে। এরপরেই তাঁর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। কিন্তু, পুলিশ তদন্ত এগোতেই নতুন মোড় ঘুরতে থাকে এই ঘটনায়।
ওড়িশা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তদন্তের শেষ এবং অন্তিম পর্যায়ে তাঁরা এসেছে। এই পর্যায়ে এখনও পর্যন্ত কারোর যোগ পাওয়া যায়নি।
advertisement
এই প্রসঙ্গে ওড়িশা পুলিশের পক্ষ থেকে সমাজমাধ্যম এক্সে জানানো হয়, “বালাঙ্গা জেলাতে অগ্নিদগ্ধ হয়ে কিশোরীর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। তদন্তের শেষ পর্যায়ে এসে আমরা উপস্থিত হয়েছি। এখনও পর্যন্ত কোনও ব্যক্তির যোগ পাওয়া যায়নি। তাই আমরা অনুরোধ করছি কোনও ধরনের ভুয়ো খবর ছড়াবেন না।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পুরীতে অগ্নিদগ্ধ হয়ে মৃত সেই কিশোরী, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মৃতার বাবার বিস্ফোরক দাবি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement