Uttar Pradesh Accident: মন্দিরে যাওয়ার পথে হঠাৎ বিকট শব্দ, সব শেষ! উত্তরপ্রদেশে মৃত্যুমিছিল! অন্তত ১১ জনের মৃত্যু, শিউরে ওঠা ঘটনা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Uttar Pradesh Accident: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং দুর্ঘটনার বিষয়ে তৎক্ষণাৎ নজর দিয়েছেন।
লখনউ: উত্তর প্রদেশের গোন্ডার ইটিয়া থোক পুলিশ স্টেশন এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রবিবার (৩ আগস্ট) ১৫ জন যাত্রী বহনকারী একটি যানবাহন খালে পড়ে যায়। যাত্রীরা প্রিথ্বিনাথ মন্দিরে যাওয়ার জন্য ওই গাড়িতে ছিলেন। এই ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন, অন্যদের অবস্থাও গুরুতর। জানা গিয়েছে, বোলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়, যার ফলে এত মৃত্যুর ঘটনা ঘটে।
advertisement
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং দুর্ঘটনার বিষয়ে তৎক্ষণাৎ নজর দিয়েছেন। তিনি প্রশাসনিক কর্তাদের দ্রুত উদ্ধার ও প্রয়োজনীয় পরিষেবা দিতে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া, তিনি আহতদের যথাযথ চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন।
advertisement
advertisement
প্রশাসনের তরফে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ X হ্যান্ডেলে লিখেছেন, ”গোন্ডা জেলায় দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক। আমার সমবেদনা শোকাহত পরিবারের সঙ্গে রয়েছে। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের আহতদের যথাযথ চিকিৎসার জন্য তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি প্রার্থনা করি যে প্রভু শ্রী রাম মৃতদের আত্মাদের মুক্তি প্রদান করুন, শোকাহত পরিবারগুলি এই বিশাল শোক সহ্য করার শক্তি পান এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। ওম শান্তি!”
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2025 12:48 PM IST