Odisha Twin Murder: স্ত্রী- শাশুড়িকে খুন, পুলিশকে প্রথমে বোকা বানাল যুবক! শেষ পর্যন্ত ধরিয়ে দিল কলা গাছ

Last Updated:

সোনালি দেবাশিসের দ্বিতীয় স্ত্রী ছিলেন৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় পাথর দিয়ে নিজের স্ত্রী এবং শাশুড়ির মাথা থেঁতলে খুন করে দেবাশিস৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
স্ত্রী এবং শাশুড়িকে একসঙ্গে খুন৷ তার পর দুটি দেহ বাড়ির পিছনে মাটির নীচে পুঁতে দিয়ে তার উপরে কলা গাছ পুঁতে দিয়েছিলেন যুবক৷ হাড় হিম করা এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ওড়িশার ময়ুরভঞ্জ জেলায়৷
পুলিশ সূত্রে খবর, ৪০ বছর বয়সি ওই অভিযুক্ত যুবকের নাম দেবাশিস পাত্র৷ সে একটি ওষুধের দোকানের কর্মী৷ পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরে গত ১৯ জুলাই নিজের ২৩ বছর বয়সি স্ত্রী সোনালি দলাই এবং শাশুড়ি সুমতি দলাইকে খুন করে দেবাশিস৷
জানা গিয়েছে, সোনালি দেবাশিসের দ্বিতীয় স্ত্রী ছিলেন৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় পাথর দিয়ে নিজের স্ত্রী এবং শাশুড়ির মাথা থেঁতলে খুন করে দেবাশিস৷
advertisement
advertisement
তদন্তকারীরা জানতে পেরেছেন, বেশ কিছু দিন ধরেই ওই দম্পতির মধ্যে বিবাদ শুরু হয়েছিল৷ ফলে বাপের বাড়ি চলে যান সোনালি৷ সেই কলহ মেটাতেই মেয়েকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে দিতে নিয়ে এসেছিলেন দেবাশিসের শাশুড়ি৷ কিন্তু সেই বিবাদ তো মেটেইনি, উল্টে তার পরিণতি হল ভয়ঙ্কর৷
খুনের পর প্রচণ্ড বৃষ্টির মধ্যেই দেহ দুটি বাড়ির পিছনের বাগানে নিয়ে গিয়ে মাটির নীচে পুঁতে দেয় দেবাশিস৷ এর পর সেই জায়গায় কলা গাছ পুঁতে দেয় সে৷ পুলিশ এবং শ্বশুরবাড়ির লোকজনকে বিভ্রান্ত করতে থানায় স্ত্রী এবং শাশুড়ি নিখোঁজ বলে অভিযোগও জানায় সে৷ দেবাশিস দাবি করে, তাদের সন্তানকে পৌঁছে দিয়ে তার স্ত্রী এবং শাশুড়ি গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছে৷
advertisement
এর পর নিজের ছেলেকে নিয়ে ওই বাড়িতেই নির্লিপ্ত ভাবে থাকতে শুরু করে দেবাশিস৷ কিন্তু বাড়ির বাগানে মাটি খোঁড়াখুড়ির চিহ্ন এবং নতন কলাগাছের চারা পোঁতা হয়েছে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের৷ খবর পেয়ে পুলিশ এসে দেবাশিসকে জিজ্ঞাসাবাদ শুরু করে৷ শেষ পর্যন্ত পুলিশের প্রশ্নের মুখে অপরাধ স্বীকার করে নেয় দেবাশিস৷ দেহ দুটি মাটি খুঁড়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷ দেবাশিসকে গ্রেফতার করে তার বিরুদ্ধে খুন এবং প্রমাণ লোপাটের অভিযোগে মামলা করেছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Odisha Twin Murder: স্ত্রী- শাশুড়িকে খুন, পুলিশকে প্রথমে বোকা বানাল যুবক! শেষ পর্যন্ত ধরিয়ে দিল কলা গাছ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement