Odisha Horror: প্রেমিককে বেঁধে রাখা হল দড়ি দিয়ে, ওড়িশায় গোপালপুর সৈকত থেকে তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ!

Last Updated:

প্রেমিকের হাত-পা বেধে রেখে তাঁর সামনেই প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনার এখনও পর্যন্ত ৮ অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

ওড়িশায় গোপালপুর সৈকত থেকে তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! (Representative Image/X)
ওড়িশায় গোপালপুর সৈকত থেকে তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! (Representative Image/X)
গোপালপুর, ওড়িশা: ওড়িশার গঞ্জম জেলার গোপালপুর সমুদ্র সৈকতে ভয়ঙ্কর ঘটনা! বয়ফ্রেন্ডের সামনেই প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ ৷ প্রেমিকের হাত-পা বেঁধে রেখে তাঁর চোখের সামনেই ঘটল এই নারকীয় ঘটনা ৷ পুলিশ এখনও পর্যন্ত ৮ জন অভিযুক্তকে আটক করেছে বলে জানা গিয়েছে ৷ ঘটনাস্থলে আরও ২ জন ছিল ৷ তাদের খোঁজ চলছে ৷
ওড়িশার অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল গঞ্জাম জেলার এই গোপালপুর সমুদ্রসৈকত। বছরভর সেখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এ বার সেই গোপালপুর সৈকতেই এক কলেজপড়ুয়াকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে হুলস্থুল পড়ে গিয়েছে ওড়িশায়। ইতিমধ্যেই ৮ সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বেহরামপুরের পুলিশ সুপার বিবেক সারাভানা জানিয়েছেন, নির্যাতিতা ও তাঁর বন্ধুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলেছে।
advertisement
advertisement
জানা নিয়েছে, রবিবার সন্ধ্যায় স্নাতক স্তরের পড়ুয়া ২০ বছর বয়সী ওই যুবতী ও তাঁর প্রেমিক গঞ্জাম জেলায় রাজা উৎসবে যোগ দিতে এসেছিলেন। সেখান থেকে তাঁরা দু’জন মিলে গোপালপুর সমুদ্র সৈকতে যান। অভিযোগ, সেখানেই তাঁদের একা পেয়ে ধাওয়া করে ১০ জন যুবক। এরপর যুবতীকে টানাটানি শুরু করে তাঁদের মধ্যে কয়েকজন। বাধা দিতে গেলে মারধর করা হয় তাঁর প্রেমিককে। পরে দড়ি দিয়ে প্রেমিকের হাত-পা বেঁধে তাঁর সামনেই ধর্ষণ করা হয় প্রেমিকাকে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Odisha Horror: প্রেমিককে বেঁধে রাখা হল দড়ি দিয়ে, ওড়িশায় গোপালপুর সৈকত থেকে তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধ*র্ষণ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement