মাঝে মাঝেই দেশকে নাড়িয়ে দেয় শিশু নির্যাতনের ঘটনা, জেনে নিন আইনি মোকাবিলার প্রক্রিয়া!
- Published by:Simli Raha
Last Updated:
এ নিয়ে বিশদে আলোচনা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রাচী মিশ্র (Prachi Mishra)।
Prachi Mishra
#নয়াদিল্লি: কোথাও কেউ ছোটবেলা থেকে নানা রকম ভাবে যৌন হেনস্থার শিকার হয়। কারও উপরে আবার যৌন নির্যাতন চালিয়ে তাকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়। অপরাধীদের নৃশংসতায় শেষ হয়ে যায় সুন্দর শৈশব। দেশে এখনও ক্রমবর্ধমান শিশু নির্যাতনের ঘটনা। কিন্তু কী ভাবে আটকানো যেতে পারে এই অপরাধ? শিশু নির্যাতনের জন্য আইনি প্রক্রিয়াগুলি কী কী? এ নিয়ে বিশদে আলোচনা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রাচী মিশ্র (Prachi Mishra)। আসুন জেনে নেওয়া যাক!
advertisement
কী এই শিশু নির্যাতন (Child Abuse)?
যে কোনও ধরনের অপরাধ যা কোনও শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে, তার শারীরিক, মানসিক অত্যাচারের কারণ হয়ে দাঁড়ায় বা তার স্বাস্থ্যের উপরে ক্ষতিকর প্রভাব ফেলে, সেই ধরনের অপরাধ প্রবণতাকে শিশু নির্যাতন বলে।
advertisement
শিশুদের উপরে যৌন নির্যাতন (Child Sexual Abuse)
কোনও শিশুর উপরে যদি শারীরিক ভাবে অত্যাচার চালানো হয়, তাকে যৌন হেনস্থা করা হয়, তাহলে সাধারণ ভাবে এই ধরনের অপরাধকে যৌন নির্যাতন হিসেবে গণ্য করা হয়।
advertisement
POCSO কী?
প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট (Protection of Children from Sexual Offences Act) ২০১২। শিশুদের উপরে অত্যাচার, যৌন নির্যাতন-সহ একাধিক অপরাধের বিচার করা হয় এই আইনে।
POCSO আইনের অধীনে শিশু কে?
সংশ্লিষ্ট আইন অনুযায়ী, ১৮ বছরের নিচে প্রত্যেককেই শিশু হিসেবে গণ্য করা হয়।
কখন POCSO আইনে মামলা দায়ের করা যায়?
POCSO আইনে যে সমস্ত অপরাধের কথা উল্লেখ করা হয়েছে, সেই অনুযায়ী যদি কারও বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাহলে POCSO আইনে মামলা দায়ের করা যায়।
advertisement
কে POCSO আইনে মামলা দায়ের করতে পারে?
বাবা-মা, চিকিৎসক, স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে যে কেউ এমনকি নির্যাতিত/নির্যাতিতা নিজেই মামলা দায়ের করতে পারে।
POCSO আইনে কী ভাবে মামলা দায়ের করা হয়?
এক্ষেত্রে পুরো ঘটনার বিবরণ দিতে হবে। প্রয়োজনে ভিক্টিমের বয়ান লাগতে পারে। কোনও স্পেশাল জুভেনাইল পুলিশ ইউনিট (Special Juvenile Police Unit) বা স্থানীয় পুলিশ স্টেশনে গিয়েই POCSO আইনে মামলা দায়ের করা যাবে।
advertisement
মামলা দায়ের করার জন্য কোনও নির্দিষ্ট সময়কাল বা লিমিটেশন পিরিয়ড রয়েছে কি?
না। এক্ষেত্রে কোনও লিমিটেশন পিরিয়ড নেই। যে কোনও সময়ে, যে কোনও পরিস্থিতিতে এবং যে কোনও বয়সে মামলা দায়ের করা যেতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2021 1:49 PM IST