Sitaram Yechury: বাম রাজনীতিতে নক্ষত্র পতন, সীতারাম ইয়েচুরির প্রয়াণ জাতীয় রাজনীতির বড় ক্ষতি

Last Updated:

Sitaram Yechury: ৮ অগাস্ট প্রয়াত হয়েছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এক মাসের কিছু যেতে না যেতেই সিপিআইএমের আরও এক নক্ষত্র পতন। হাসপাতালে ২৫ দিনের যুদ্ধ শেষে প্রয়াত হলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

৮ অগাস্ট প্রয়াত হয়েছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এক মাসের কিছু যেতে না যেতেই সিপিআইএমের আরও এক নক্ষত্র পতন। হাসপাতালে ২৫ দিনের যুদ্ধ শেষে প্রয়াত হলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে এই প্রবীণ রাজনীতিবিদের বয়স হয়েছিল ৭২ বছর। গত ১৯ অগাস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সীতারাম ইয়েচুরি। বিগত কয়েক দিন ধরে তাঁর অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৫২ সালের ১২ অগাস্ট জন্ম সীতারাম ইয়েচুররির। মাদ্রাজে জন্ম হলেও তাঁর পৈত্রিক বাড়ি হায়দরাবাদে। দিল্লির প্রেসিডেন্ট এস্টেট স্কুল থেকে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছিলেন সীতারাম ইয়েচুরি। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে বিএ এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেছিলেন তিনি। ছাত্র জীবন থেকেই বাম রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েন সীতারাম। তিনবার জেএনইউ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। দেশে জরুরি অবস্থার সময় জেলও খেটেছেন সীতারাম ইয়েচুরি।
advertisement
এরপর থেকে ধীরে ধীরে বাম রাজনীতিতে উত্থান হতে থাকে সীতারাম ইয়েচুরির। ১৯৭৮ এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক হন তিনি। এরপর ১৯৮৪ সালে এসএফআইয়ের সর্বভারতীয় সভাপতি হন। ১৯৮৫ সালে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটি ও ১৯৯২ সালে পলিটব্যুরোর সদস্য হন। ২০০৫ থেকে ২০১৭ রাজ্যসভার সাংসাদ ছিলেন তিনি। ২০১৫ সালের ১৯ এপ্রিল সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হন সীতারাম ইয়েচুরি। আমৃত্যু সেই পদেই ছিলেন তিনি।
advertisement
advertisement
প্রসঙ্গত, হাসপাতালে ভর্তি হওয়ার পর গত ৫ সেপ্টেম্বর তাঁকে ভেন্টিলেটরে দিতে হয়েছিল। বুধবার রাতে এইমস-এর চিকিৎসকরা জানিয়েছিলেন, সিপিআইএমের সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। কিন্তু তারপর ফের অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sitaram Yechury: বাম রাজনীতিতে নক্ষত্র পতন, সীতারাম ইয়েচুরির প্রয়াণ জাতীয় রাজনীতির বড় ক্ষতি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement