#নয়াদিল্লি:পূর্ব নির্ধারিত দিনেই হবে JEE এবং NEET পরীক্ষা৷ জানিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)৷সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, পূর্ব ঘোষণা মতো ১ থেকে ৬ সেপ্টেম্বর এবং ১৩ সেপ্টেম্বর জয়েন্ট এবং ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET)-এর পরীক্ষাগুলি হবে৷
National Testing Agency (NTA) says, JEE (Main) and NEET (UG) exams will be held on the dates announced earlier, which are 1st to 6th September and 13th September respectively. pic.twitter.com/TUwxjxn0tl
করোনা অতিমারির কথা মাথায় রেখে এই প্রবেশিকা পরীক্ষাগুলি পিছিয়ে দেওয়ার দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে৷ এনটিএ-এর প্রকাশিত সূচি অনুযায়ী JEE(Main) পরীক্ষা হওয়ার কথা ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত৷ আর NEET(UG) পরীক্ষা হবে ১৩ সেপ্টেম্বর৷
সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা বা নিট এবং সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা বা JEE (MAIN) পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করে।
ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শ মতো পরীক্ষা কেন্দ্রগুলিকে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সমস্ত সতর্কতা যাতে মেনে চলা হয় সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশাবলী দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই সর্বভারতীয় মেডিক্যালে প্রবেশিকা পরীক্ষার অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে বলেও ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে বিবৃতিতে জানানো হয়েছে।