স্কার্ট বজর্ন করলেই ‘নিরাপদ’ ভারত ভ্রমণ
Last Updated:
নিরাপদে ভারতে ঘুরে বেড়াতে হলে স্কার্ট পরা যাবে না ৷ বিদেশি মহিলা পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে এই নিদানই দিচ্ছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মহেশ শর্মা ৷
#আগ্রা: নিরাপদে ভারতে ঘুরে বেড়াতে হলে স্কার্ট পরা যাবে না ৷ বিদেশি মহিলা পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে এই নিদানই দিচ্ছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মহেশ শর্মা ৷ এতেই শেষ নয় ভারতে বিদেশি মহিলা পর্যটকরা যাতে ‘নিরাপদ’ থাকেন সে জন্য একগুচ্ছ আচরণবিধির কথা শুনিয়েছেন মহেশ শর্মা ৷
‘উদ্বিগ্ন’ কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রীর পরামর্শ, ভারতে এসে অপ্রীতিকর অভিজ্ঞতা এড়াতে হলে রাতে মহিলা পর্যটকদের একা বেরনো উচিত নয় ৷
আগ্রায় তাজমহল পরিদর্শনে এসে মহেশ শর্মা বলেন , নিজেদের নিরাপত্তার কথা ভেবেই বিদেশি মহিলাদের খোলামেলা পোশাক পরা উচিত নয় ৷ রাতে বিপদে পড়তে পারেন তারা ৷
advertisement
ভারতীয় সংস্কৃতির থেকে পশ্চিমী সংস্কৃতি একবারে আলাদা ৷ ভারতের পবিত্র স্থানগুলি পরিদর্শনের সময় সালীনতার বিষয়টি বিদেশী পর্যটকদের মাথায় রাখা উচিত বলে মনে করেন মোদির মন্ত্রীসভার সদস্য মহেশ শর্মা ৷
advertisement
বিদেশি পর্যটকদের সুবিধার জন্য যে নির্দেশিকা পুস্তিকা বের করা হবে তাতেও এই পরামর্শগুলি অন্তর্ভুক্ত করার কথা বলেছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী ৷
এই পরামর্শে বিতর্ক শুরু হতে পারে তা আগাম আন্দাজ করে সাফাইও দিয়েছেন মহেশ শর্মা ৷ তাঁর বক্তব্য, এই পরামর্শ বিদেশি পর্যটকদের জন্য কোনও নির্দিষ্ট আচরণবিধি নয় ৷ কোনও পোশাক পরা তাদের ব্যক্তিগত বিষয় ৷ তাতে তিনি হস্তক্ষেপ করতে চান না বলে জানিয়েছেন এই কেন্দ্রীয় মন্ত্রী ৷ শুধু তাদের নিরাপত্তার কথা ভেবে রাতে একা বাইরে না বের হওয়ার আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মহেশ শর্মা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2016 10:17 AM IST