রান্নার গ্যাসের মতো ট্রেনের টিকিটেও সরছে ভর্তুকি, বাড়বে দাম

Last Updated:

রান্নার গ্যাসের মতো ট্রেনের টিকিটেও সরছে ভর্তুকি, বাড়বে দাম

#নয়াদিল্লি: মোদি সরকারের প্রকল্প ‘গিভ-ইট-আপ’ এবার নয়া রূপে আসছে ভারতীয় রেলে ৷ রান্নার গ্যাসের পর এবার রেলের টিকিটেও ভর্তুকি ব্যবস্থার অবসান ঘটাতে চাইছে কেন্ত্রীয় সরকার ৷ সূত্রের খবর, চলতি বছরের অগাস্ট থেকেই স্বেচ্ছায় রেলভাড়ায় ভর্তুকি ছেড়ে দেওয়ার প্রকল্প শুরু করতে চলেছে সরকার ৷
সম্প্রতি রেলকে দেনার হাত থেকে বাঁচিয়ে আয় বাড়াতে একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্র ৷ এবার রেলভাড়ায় ভর্তুকি তুলে দেওয়ার পথে হাঁটছে সরকার ৷ সামনের মাস থেকেই রেলের টিকিট বুক করার সময় যাত্রীদের একটি অপশন দেওয়া শুরু করবে ভারতীয় রেল ৷ যাতে সম্মতি জানিয়ে যাত্রীরা টিকিট কাটার সময় রেলের তরফে দেওয়া ভর্তুকি অস্বীকার করতে পারবেন ৷ অনলাইনেই শুধু নয়, কাউন্টার টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও এই ভর্তুকি প্রত্যাহারের অপশন দেওয়া হবে।
advertisement
রেলসূত্রে খবর, এই পন্থায় প্রথমে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ভর্তুকি বন্ধ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার ৷ বর্তমানে ট্রেন ভাড়ায় ৪৩ শতাংশ ভর্তুকি দেয় সরকার ৷ যার জন্য প্রতি বছর রেলের ৩০ হাজার কোটি টাকা লোকসান হয় ৷
advertisement
ভর্তুকি সামাল দিতেই রেল এর আগেই শতাব্দী ও রাজধানীর মতো প্রথম সারির ট্রেনে ডায়নামিক ফেয়ার চালু করেছে রেল ৷ ভর্তুকি ছাড়ার অপশন প্রথমে রাজধানী, শতাব্দীর মতো সুপারফার্স্ট ট্রেনের টিকিটে দেওয়া হলেও শীঘ্রই সমস্তধরনের ট্রেনের টিকিট থেকে ভর্তুকি প্রত্যাহার করতে চায় রেল ৷
advertisement
বর্তমানে সুপারফার্স্ট ট্রেনে এসি থ্রি টায়ারের জনপ্রতি ভাড়া পড়ে ১৫৭০ টাকা ৷ কোনও যাত্রী ভর্তুকি ছাড়ার প্রস্তাবে রাজি হলে তাঁকে টিকিটের দাম হিসেবে দিতে হবে মোট ২৭৫০ টাকা ৷ একই হিসেবে ভর্তুকিহীন এসি টু টায়ারের যাত্রী প্রতি ভাড়া পড়বে ৩৯৯০ টাকা ৷ অন্যদিকে, ভর্তুকি ছাড়লে ভাড়া বাড়বে লোকাল ট্রেনেরও ৷ বর্তমানে ভর্তুকির থাকার কারণে যাত্রীরা মোট ভাড়ার মাত্র ৩৬ শতাংশ দাম দিয়েই টিকিট কাটতে পারেন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রান্নার গ্যাসের মতো ট্রেনের টিকিটেও সরছে ভর্তুকি, বাড়বে দাম
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement