#নয়াদিল্লি: নোট বাতিল সিদ্ধান্ত ঘোষণার আগে ডিজিট্যাল পেমেন্ট নিয়ে জনগণকে সচেতন করা উচিত ছিল বলে বিমুদ্রাকরণ ঘোষণার পর থেকেই বলে আসছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিরোধীরা ৷ শুক্রবার PAC বৈঠকে কার্যত সেই কথাই সমর্থন করলেন RBI গভর্নর উর্জিত পটেল ৷ একইসঙ্গে নোট বাতিলে সাধারণ মানুষের দুর্ভোগের কথাও মেনে নিয়েছেন তিনি ৷ এছাড়াও মোদি-জেটলির ক্যাশলেস অর্থনীতির বিপক্ষে বিস্ফোরক উক্তি করলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের শীর্ষ আধিকারিক ৷
নোট বাতিল সিদ্ধান্ত নিয়ে বেশ কিছুর প্রশ্নের উত্তর ও দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জানতে শুক্রবার নোট বাতিল সিদ্ধান্তের সঙ্গে জড়িত উচ্চ পদস্থ সরকারি আধিকারিক ও রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর উর্জিত পটেলকে ডেকে পাঠিয়েছিল পাবলিক অ্যাকাউন্ট কমিটি ৷
সূত্রের খবর, PAC কমিটির সামনে এদিন RBI গভর্নর উর্জিত পটেল জানিয়েছেন গত বছরের জানুয়ারি থেকেই কেন্দ্রের সঙ্গে নোট বাতিল নিয়ে আলোচনা চালাচ্ছিল রিজার্ভ ব্যাঙ্ক ৷ সেক্ষেত্রে ৬ মাস আগে সাধারণ মানুষকে সচেতন করা হল ভোগান্তি কমত ৷
নোট বাতিলের ফলে বিভিন্ন ঘটনায় বহু মানুষের মৃত্যু ঘটেছে ৷ অনেক মানুষের বিয়ের অনুষ্ঠান নষ্ট হয়ে গিয়েছে ৷ নগদের অভাবে ভুগেছেন সাধারণ মানুষ ৷
PAC কমিটির সঙ্গে গর্ভনরের বৈঠকে উঠে আসা তথ্য অনুযায়ী, ডিজিট্যাল পেমেন্টের ব্যাপারে ৬ মাস আগে থেকে সাধারণ মানুষকে সচেতন করা হল ভোগান্তি আরও খানিকটা কমত বলে মত উর্জিত পটেলের ৷ কেন্দ্রকে আরও অস্বস্তিতে ফেলে RBI গর্ভনর জানিয়েছেন,‘ডিজিটাল পেমেন্টের বেশ কিছু সমস্যা রয়েছে। সেব্যাপারে কেন্দ্রকে জানানো হয়।’ পিএসি-র সামনে বিস্ফোরক উর্জিত প্যাটেল।
একইসঙ্গে উর্জিতের দাবি, নোট বাতিলের ধাক্কা এখন স্বাভাবিকের পথে ৷ নগদ সঙ্কটের মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা করছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ৷ গ্রামীণ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগলেও শহর এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক ৷
তবে নোট বাতিলের পর দেশের অর্থনীতি কত টাকার নতুন নোট আনা হয়েছে এবং তার মধ্যে কত ৫০০-এর নোট ও কত ২০০০ টাকার নোট আছে? PAC কমিটির সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান গর্ভনর ৷ এর আগে গত সপ্তাহে তিনিই কমিটিকে জানিয়ে ছিলেন, নোট বাতিলের পর দেশের বাজারে প্রায় ৯ লক্ষ কোটি টাকা নগদ ঢেলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Demonetisation, PAC, RBI Governor, Urjit Patel