PAC বৈঠকে ‘নোট বাতিল’ নিয়ে অনিয়মের কথা স্বীকার RBI গভর্নরের

নোট বাতিল সিদ্ধান্ত ঘোষণার আগে ডিজিট্যাল পেমেন্ট নিয়ে জনগণকে সচেতন করা উচিত ছিল বলে বিমুদ্রাকরণ ঘোষণার পর থেকেই বলে আসছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিরোধীরা ৷

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: নোট বাতিল সিদ্ধান্ত ঘোষণার আগে ডিজিট্যাল পেমেন্ট নিয়ে জনগণকে সচেতন করা উচিত ছিল বলে বিমুদ্রাকরণ ঘোষণার পর থেকেই বলে আসছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিরোধীরা ৷ শুক্রবার PAC বৈঠকে কার্যত সেই কথাই সমর্থন করলেন RBI গভর্নর উর্জিত পটেল ৷ একইসঙ্গে নোট বাতিলে সাধারণ মানুষের দুর্ভোগের কথাও মেনে নিয়েছেন তিনি ৷ এছাড়াও মোদি-জেটলির ক্যাশলেস অর্থনীতির বিপক্ষে বিস্ফোরক উক্তি করলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের শীর্ষ আধিকারিক ৷

    নোট বাতিল সিদ্ধান্ত নিয়ে বেশ কিছুর প্রশ্নের উত্তর ও দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জানতে শুক্রবার নোট বাতিল সিদ্ধান্তের সঙ্গে জড়িত উচ্চ পদস্থ সরকারি আধিকারিক ও রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর উর্জিত পটেলকে ডেকে পাঠিয়েছিল পাবলিক অ্যাকাউন্ট কমিটি ৷

    সূত্রের খবর, PAC কমিটির সামনে এদিন RBI গভর্নর উর্জিত পটেল জানিয়েছেন গত বছরের জানুয়ারি থেকেই কেন্দ্রের সঙ্গে নোট বাতিল নিয়ে আলোচনা চালাচ্ছিল রিজার্ভ ব্যাঙ্ক ৷ সেক্ষেত্রে ৬ মাস আগে সাধারণ মানুষকে সচেতন করা হল ভোগান্তি কমত ৷

    নোট বাতিলের ফলে বিভিন্ন ঘটনায় বহু মানুষের মৃত্যু ঘটেছে ৷ অনেক মানুষের বিয়ের অনুষ্ঠান নষ্ট হয়ে গিয়েছে ৷ নগদের অভাবে ভুগেছেন সাধারণ মানুষ ৷

    আরও পড়ুন

    নোট বাতিল ইস্যুতে মোদিকে ডাকতে পারে PAC

    PAC কমিটির সঙ্গে গর্ভনরের বৈঠকে উঠে আসা তথ্য অনুযায়ী, ডিজিট্যাল পেমেন্টের ব্যাপারে ৬ মাস আগে থেকে সাধারণ মানুষকে সচেতন করা হল ভোগান্তি আরও খানিকটা কমত বলে মত উর্জিত পটেলের ৷ কেন্দ্রকে আরও অস্বস্তিতে ফেলে RBI গর্ভনর জানিয়েছেন,‘ডিজিটাল পেমেন্টের বেশ কিছু সমস্যা রয়েছে। সেব্যাপারে কেন্দ্রকে জানানো হয়।’ পিএসি-র সামনে বিস্ফোরক উর্জিত প্যাটেল।

    একইসঙ্গে উর্জিতের দাবি, নোট বাতিলের ধাক্কা এখন স্বাভাবিকের পথে ৷ নগদ সঙ্কটের মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা করছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ৷ গ্রামীণ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগলেও শহর এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক ৷

    তবে নোট বাতিলের পর দেশের অর্থনীতি কত টাকার নতুন নোট আনা হয়েছে এবং তার মধ্যে কত ৫০০-এর নোট ও কত ২০০০ টাকার নোট আছে? PAC কমিটির সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান গর্ভনর ৷ এর আগে গত সপ্তাহে তিনিই কমিটিকে জানিয়ে ছিলেন, নোট বাতিলের পর দেশের বাজারে প্রায় ৯ লক্ষ কোটি টাকা নগদ ঢেলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ৷

    First published:

    Tags: Demonetisation, PAC, RBI Governor, Urjit Patel