India Pakistan Border Tension: জারি হয়ে গেল NOTAM! শুধু মক ড্রিল নয়, বুধবার থেকেই পাক সীমান্তে আস্ফালন দেখাবে ভারত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত কয়েকদিন ধরেই একটানা জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর বিনা প্ররোচনায় গোলাগুলি ছুড়ছে পাকিস্তানি সেনা৷
নয়াদিল্লি: পাক সীমান্ত বরাবর এবার বায়ুসেনার বড়সড় মহড়া শুরু করছে ভারত৷ আগামিকাল থেকে শুরু হয়ে এই মহড়া দু দিন চলবে বলে সূত্রের খবর৷
এই মহড়া শুরু করার জন্য বিমান বাহিনীতে নোটাম সতর্কতা জারি করা হয়েছে৷ নোটাম-এর পুরো অর্থ নোটিস টু এয়ার মেন৷ ৭ এবং ৮ মে মূলত রাজস্থানে নিয়ন্ত্রণরেখা বরাবর এই মহড়া চালানো হবে বলে জানা গিয়েছে৷ বায়ুসেনার দক্ষিণ পশ্চিম এয়ার কম্যান্ডের অধীনে ওই অঞ্চল পড়ে৷
আরও পড়ুন: পহেলগাঁও হামলার তিন দিন আগেই মোদির কাছে গোয়েন্দা রিপোর্ট? বিস্ফোরক অভিযোগ খাড়গের, জবাব দিল বিজেপি
advertisement
advertisement
গত কয়েকদিন ধরেই একটানা জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর বিনা প্ররোচনায় গোলাগুলি ছুড়ছে পাকিস্তানি সেনা৷ একটানা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে তারা৷ যদিও পাক সেনাকে উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনাও৷
প্রসঙ্গত আগামিকালই দেশজুড়ে ২৪৪টি জায়গায় যুদ্ধ প্রস্তুতি মক ড্রিল বা বিশেষ মহড়ার নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ একদিকে দেশের অভ্যন্তরে সাধারণ মানুষকে আপতকালীন পরিস্থিতির জন্য যেমন তৈরি রাখা হচ্ছে, সেরকমই সীমান্তে এবার আস্ফালন দেখাতে শুরু করছে ভারত৷ এখনও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও সরকারি ঘোষণা না হলেও এই সমস্ত পদক্ষেপ পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাতের প্রস্তুতি হিসেবেই মনে করা হচ্ছে৷ গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কখনও তিন বাহিনীর প্রধান, কখনও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে একের পর এক জরুরি বৈঠক সেরেছেন৷ মনে করা হচ্ছে, ঘর গুছিয়ে এবং সবরকম প্রস্তুতি নিয়েই চূড়ান্ত পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2025 8:22 PM IST