Special Train for festival: উৎসবের মরশুমে স্পেশাল ট্রেন, ভিড় সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নতুন পদক্ষেপ, দেখে নিন ‘টাইম টেবল’

Last Updated:

উৎসবের মরশুমে একগুচ্ছে নতুন স্পেশ্যাল ট্রেন উপহার দিল ভারতীয় রেল৷ সুবিধা পাবেন বাংলার রেল যাত্রীরা।

উৎসবের উপহার একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন
উৎসবের উপহার একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন
আগরতলা: এই উৎসবের মরশুমে যাত্রীদের বর্ধিত চাহিদা পূরণ করতে ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আরও কয়েকটি উৎসব স্পেশাল ট্রেন পরিচালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেখে নিন সেই স্পেশ্যাল ট্রেনগুলো কী কী?
উৎসব স্পেশাল ট্রেনগুলির বিবরণ নিম্নরূপঃ
advertisement
➢ ট্রেন নং. ০৫৬২৯ (আগরতলা-সেকেন্দ্রাবাদ) একমুখী স্পেশাল ০৩ নভেম্বর, ২০২৪ তারিখ ০৬.২০ ঘণ্টায় আগরতলা থেকে রওনা দিয়ে তৃতীয় দিন ১৬.১৫ ঘণ্টায় সেকেন্দ্রাবাদ পৌঁছবে।
advertisement
➢ ট্রেন নং. ০৪৬১৯ (আগরতলা-ফিরোজপুর ক্যান্ট.) একমুখী স্পেশাল, ০৩ নভেম্বর, ২০২৪ তারিখে ১৪.১০ এ আগরতলা থেকে রওনা দিয়ে তৃতীয় দিন ২১.৪০ ঘণ্টায় ফিরোজপুর ক্যান্ট পৌঁছবে।
➢ ট্রেন নং. ০৪৬৯৬ (লুধিয়ানা-নিউ জলপাইগুড়ি) উৎসব স্পেশাল, ০২ নভেম্বর, ২০২৪ তারিখে ২২.১৫ এ লুধিয়ানা থেকে রওনা দিয়ে তৃতীয় দিন ০৫.১০ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৪৬৯৫ (নিউ জলপাইগুড়ি-লুধিয়ানা) উৎসব স্পেশাল৷ ০৪ নভেম্বর, ২০২৪ তা্রিখের ১০.০০ এ নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে পরের দিন ১৬.৫৫এ লুধিয়ানা পৌঁছবে।
advertisement
➢ ট্রেন নং. ০১০৮১ (ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস-আগরতলা) উৎসব স্পেশাল৷ ০৩ নভেম্বর, ২০২৪ তারিখ, ১৫.৩০  ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে রওনা দিয়ে ০৬ নভেম্বর, ২০২৪ তারিখের ০৭.৪০ মিনিটে আগরতলায় পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০১০৮২ (আগরতলা-ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস) উৎসব স্পেশাল ০৭ নভেম্বর, ২০২৪ তারিখে ১৫.১০এ আগরতলা থেকে রওনা দিয়ে ১০ নভেম্বর, ২০২৪ তারিখের ০৮.২০ মিনিটে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস পৌঁছবে।
advertisement
➢ গঙ্গায় পবিত্র স্নানে যাওয়া ছট পূজা ভক্তদের জন্য দুটি ডেমু স্পেশাল ট্রেন কাটিহার ও মনিহারির মধ্যে চালানো হবে। প্রথম স্পেশাল ট্রেনটি ০২ থেকে ০৫ নভেম্বর, ২০২৪ পর্যন্ত কাটিহার থেকে দৈনিক ২১.১৫ মিনিটে  রওনা দিয়ে মনিহারিতে পৌঁছবে ২২.০০ ঘণ্টায়। ফেরত যাবার সময় ট্রেনটি মনিহারি থেকে ২৩.৪৫ এ রওনা দিয়ে রওনা দিয়ে কাটিহারে ০০.৩০ তে পৌঁছবে। দ্বিতীয় স্পেশাল ট্রেনটি ০৩ থেকে ০৬ নভেম্বর, ২০২৪ পর্যন্ত কাটিহার থেকে দৈনিক ০১.৩০ মিনিটে রওনা দিয়ে মনিহারিতে পৌঁছবে ০২.১৫ ঘণ্টায়। ফেরত যাবার সময় ট্রেনটি মনিহারি থেকে ০৪.০০ তে রওনা দিয়ে রওনা দিয়ে কাটিহারে পৌঁছবে ০৪.৪৫ মিনিটে ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Special Train for festival: উৎসবের মরশুমে স্পেশাল ট্রেন, ভিড় সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নতুন পদক্ষেপ, দেখে নিন ‘টাইম টেবল’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement