North Eastern Frontier Railways: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনীর হাতে উদ্ধার ৮.১২ কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ জিনিস, গ্রেফতার ১৫ জন দালাল
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
North Eastern Frontier Railways: জানুয়ারি মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত সময়সীমার মধ্যে ৮.১২ কোটি টাকারও অধিক মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে।
কলকাতা : ট্রেনে এবং স্টেশনগুলিতে নিষিদ্ধ বা চোরাই জিনিস বহন করার বিরুদ্ধে ধারাবাহিক লড়াই চালিয়ে যাওয়ার সময় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ২০২৫-এর জানুয়ারি মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত সময়সীমার মধ্যে ৮.১২ কোটি টাকারও অধিক মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই সময়সীমার মধ্যে নিষিদ্ধ বা চোরাই জিনিস বহন করার কাজে জড়িত থাকার অভিযোগে আরপিএফ ১৯ জন ব্যক্তিকে গ্রেফতারও করে। এছাড়াও, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ দালালি কার্যকলাপ প্রতিরোধের জন্য নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
সম্প্রতি ২০২৫-এর জানুয়ারি মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত সময়সীমার মধ্যে এই জোনে অভিযান চালানোর সময় ১৫ জন দালালকে গ্রেফতার করে আরপিএফ এবং তাদের কাছ থেকে ৩.০২ লক্ষ টাকারও অধিক মূল্যের ১৩০টি রেলওয়ে টিকিট উদ্ধার করে। সম্প্রতি ২০২৫-এর ২৩ জানুয়ারির একটি ঘটনায় গুয়াহাটির আরপিএফ ও নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) যৌথভাবে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ট্রেন নং. ১২০৬৮ ডাউন (জনশতাব্দী এক্সপ্রেস)-এ তল্লাশি অভিযান চালায়। এই তল্লাশির সময় তারা ট্রেন থেকে একজন মহিলাকে গ্রেফতার করে এবং ৭২ লক্ষ (আনুমানিক) টাকা মূল্যের ৩৬০ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। পরে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত হেরোইন-সহ ধৃত মহিলাকে এনসিবি/গুয়াহাটির হাতে তুলে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন : আপনার হার্টের পেশির চারপাশে মেদের স্তর জমেনি তো? হার্ট অ্যাটাক হবেই! সাবধান! ফ্যাটি হার্টের লক্ষণ চিনুন
এছাড়াও ০৭ জানুয়ারি, ২০২৫ তারিখের একটি ঘটনায় শিলিগুড়ির আরপিএফ টিম এবং নিউ জলপাইগুড়ির সিআইবি টিম যৌথভাবে দার্জিলিঙে (পশ্চিমবঙ্গ) অবস্থিত মা শক্তি ট্র্যাভেল্স নামে একটি দোকানে তল্লাশি অভিযান চালায়। এই তল্লাশির সময় তারা প্রায় ৫৫,৭৭৯/- টাকা মূল্যের ০৯টি অব্যবহৃত ই-টিকিট এবং ১৩টি ব্যবহৃত ই-টিকিট উদ্ধার করে এবং একজন দালালকে গ্রেফতার করে। এই ঘটনা সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।এখানে উল্লেখ করা যেতে পারে যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ রেলওয়ে স্টেশন ও ট্রেনে নিষিদ্ধ সামগ্রীর পাচার ও পরিবহণ করা এবং রেলওয়ে টিকিটের অকর্তৃত্বশীল ও অবৈধ ক্রয়-বিক্রয় সম্পর্কিত কার্যকলাপের বিরুদ্ধে সর্বদা সতর্ক নজরদারি চালিয়ে আসছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2025 11:23 AM IST