NF Railways: উত্তরপূর্ব ভারতের মনজয়ে কেন্দ্রের উদ্যোগে হাফ ম্যারাথন, ডিব্রুগড়ে চলছে প্রস্তুতি

Last Updated:

NF Railways: ভারতের বিখ্যাত চা শহর ডিব্রুগড়ের প্রচারের মূল লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এবং ইনোভেশনস ইন্ডিয়া নর্থইস্ট হাফ ম্যারাথন আয়োজন করার জন্য হাত মিলিয়েছে।

উত্তর পূর্ব ভারতের মনজয়ে কেন্দ্রের উদ্যোগে হাফ ম্যারাথন
উত্তর পূর্ব ভারতের মনজয়ে কেন্দ্রের উদ্যোগে হাফ ম্যারাথন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশ ও রাষ্ট্র নির্মাণের দৃষ্টিকোণের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরের সর্ববৃহৎ রানিং ইভেন্টের সাক্ষী হওয়ার জন্য তৈরি হচ্ছে ডিব্রুগড়। ডিব্রুগড়ের বগিবিলে ২৯ অক্টোবর, ২০২৩ রবিবার সর্বপ্রথম নর্থইস্ট হাফ ম্যারাথন অনুষ্ঠিত হবে। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন, ক্রীড়ার ক্ষমতায়ন এবং ভারতের বিখ্যাত চা শহর ডিব্রুগড়ের প্রচারের মূল লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এবং ইনোভেশনস ইন্ডিয়া নর্থইস্ট হাফ ম্যারাথন আয়োজন করার জন্য হাত মিলিয়েছে।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, সাই, অসম অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন, অসম পুলিশ ও বিক্রান ফাউন্ডেশন-সহ অন্যান্যদের দ্বারা নর্থইস্ট হাফ ম্যারাথন, ডিব্রুগড়কে সমর্থন করা হবে। এই হাফ ম্যারাথনের লক্ষ্য হবে ক্রীড়া ব্যক্তিত্বদের ক্ষমতায়ন করা এবং উত্তর পূর্ব ভারতে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন করা। ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের মাননীয় রাজ্যমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অতিরিক্ত জেনারেল ম্যানেজার শ্রী যতেন্দ্র কুমার ও তিনসুকিয়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী উত্তম প্রকাশ এই ইভেন্ট সম্পর্কে বর্ণনা করেন। অনুষ্ঠানের কিউরেটর ক্যাপ্টেন রাহুল বালি ম্যারাথন, প্রাইজমানি ও ট্রফি সম্পর্কে সবিশেষ তথ্য তুলে ধরেন।
advertisement
advertisement
নর্থইস্ট হাফ ম্যারাথন নিশ্চিতভাবে ডিব্রুগড়কে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে আলোকিত করে তুলবে কারণ সমগ্র দেশ ও বিদেশ থেকে ৩০০০-এর অধিক সংখ্যক দৌড়বিদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা করা হয়েছে। বিজয়ীদের ৬.৫ লক্ষ টাকা মূল্যের পুরস্কারের পাশাপাশি অতিরিক্তভাবে ট্রফি, মেডেল ও মেধাভিত্তিক প্রশংসাপত্রও প্রদান করা হবে। ডিব্রুগড়ে এই হাফ ম্যারাথনের উল্লেখযোগ্য বিষয় হল, যে ক্রীড়াবিদদের ক্ষমতায়ন করার পাশাপাশি দর্শনীয় বগিবিল ব্রিজ, পবিত্র জগন্নাথ মন্দির এবং অবশ্যই মন্ত্রমুগ্ধকর চা বাগানগুলির মতো ডিব্রুগড়ের বিভিন্ন ইউএসপি তুলে ধরবে, যা পর্যটনের প্রচারের ক্ষেত্রে ব্যাপকভাবে সাহায্য করবে।
advertisement
উত্তর পূর্ব ভারতে ক্রীড়াবিদদের ক্ষমতায়ন ও ক্রীড়া কার্যকলাপের বিকাশের লক্ষ্যে সমগ্র উত্তর পূর্ব ভারতে ম্যারাথনের সিরিজ হিসেবে এই নর্থইস্ট হাফ ম্যারাথন আয়োজন হচ্ছে। পরিকল্পিত সিরিজের প্রথম ম্যারাথন রবিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে মালিগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে এবং সমগ্র দেশের পাশাপাশি বিদেশের আনুমানিক ৩০০০ দৌড়বিদ এই দৌড়ে অংশগ্রহণ করেছিলেন। বিজয়ীদের ট্রফি, মেডেল ও সার্টিফিকেটের পাশাপাশি ১১ লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হয়েছে।​
advertisement
এই ম্যারাথনের জন্য আগ্রহী অংশগ্রহণকারীরা www.nehmdibrugarh.com-এ রেজিস্টার করতে সক্ষম হবেন। এই হাফ ম্যারাথন সম্পর্কে বিশদ বিবরণ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রকাশিত হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
NF Railways: উত্তরপূর্ব ভারতের মনজয়ে কেন্দ্রের উদ্যোগে হাফ ম্যারাথন, ডিব্রুগড়ে চলছে প্রস্তুতি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement