মাত্রাছাড়া দূষণ! নয়ডা ও গ্রেটার নয়ডার সব স্কুলে অনলাইনে ক্লাস অষ্টম শ্রেণি পর্যন্ত
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
নয়ডা ও গ্রেটার নয়ডায় অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত ক্লাস আগামী ৮ নভেম্বর পর্যন্ত নেওয়া হবে অনলাইনে
#নয়াদিল্লি: দিল্লি ও লাগোয়া এলাকায় মাত্রা ছাড়া দূষণের কারণে অনলাইনে ক্লাস করার সিদ্ধান্ত নেওয়া হল প্রশাসনের পক্ষ থেকে৷ এনসিআর অর্থাৎ রাজধানী এলাকায় মাত্রাছাড়া দূষণের জন্য নয়ডা ও গ্রেটার নয়ডায় অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত ক্লাস আগামী ৮ নভেম্বর পর্যন্ত নেওয়া হবে অনলাইনে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে৷
বুধবার এক চিলতে উন্নতি হলেও বৃহস্পতিবার ফের 'গুরুতর' অবস্থায় পৌঁছে যায় দিল্লির পরিবেশ দূষণের মাত্রা। দিল্লি এবং তার আশেপাশের এলাকায় আকাশে জমে রয়েছে ধোঁয়াশার পুরু স্তর। দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অথবা বায়ুর গুণমান সূচক এখন ৪২৬-এ।
All schools in Noida, Greater Noida to hold classes online up to Class 8 till Nov 8 in view of increasing pollution in NCR: Official order
— Press Trust of India (@PTI_News) November 3, 2022
advertisement
advertisement
গাড়ির ধোঁয়া এবং পার্শ্ববর্তী রাজ্যে ফসল পোড়ানোর কারণে দিল্লির বাতাসে দূষণের পরিমাণ এতটা বেড়ে গিয়েছে। প্রতিকূল আবহাওয়াও রাজধানীতে দূষণের অন্যতম কারণ। মনে করা হয়েছিল, দিওয়ালির পরে প্রতিবছরের মতো এ বারেও ধোঁয়াশায় ঢাকবে দিল্লি৷ কিন্তু পরিস্থিতি ততটা খারাপ হয়নি৷ তবে বৃহস্পতিবার হঠাৎই পরিস্থিতি পাল্টে যায়৷
advertisement
আরও পড়ুন: বিষধর সাপের ছোবল খেয়ে তাকেই পাল্টা দংশন! ৮ বছরের বালকের কামড়ে মৃত্যু কেউটের
এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৪০১ এবং ৫০০-র মধ্যে থাকলে তাকে গুরুতর হিসাবে চিহ্নিত করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, বিষাক্ত বাতাসের সংস্পর্শে দীর্ঘক্ষণ থাকলে (বিশেষ করে সকালের সময়) গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
advertisement
এর আগে, বায়ুর মানের অবনতির কারণে একটি বেসরকারি স্কুল আগামিকাল, শুক্রবার দিল্লি এবং হরিয়ানায় তার সব শাখায় অফলাইন ক্লাস স্থগিত করেছে। অনলাইনে ক্লাস হবে। তার পরে নয়ডা ও গ্রেটার নয়ডার সব স্কুলেই এই নিয়ম চালুর কথা বলা হল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2022 11:42 PM IST