Government office harassment: বৃদ্ধকে এক ঘণ্টা অকারণ হয়রানি, সরকারি কর্মীদের উচিত শিক্ষা দিলেন আধিকারিক!

Last Updated:

নয়ডা অথোরিটির সিইও লোকেশ এম আগেই দফতরের কর্মীদের উপরে নজরদারি চালাতে ইতিমধ্যেই গোটা দফতরের ভিতরে এবং বাইরে সিসিটিভি বসিয়েছেন৷

দফতরের সব কর্মীকে দাঁড় করিয়ে রাখলেন সরকারি কর্তা৷ ছবি- এক্স হ্যান্ডেল থেকে৷
দফতরের সব কর্মীকে দাঁড় করিয়ে রাখলেন সরকারি কর্তা৷ ছবি- এক্স হ্যান্ডেল থেকে৷
নয়ডা: সরকারি অফিসে কোনও কাজে গিয়ে অকারণ হয়রানি এবং টালবাহানার মুখে পড়ার অভিজ্ঞতা অনেকেরই হয়৷ এমন কি, অনেক সময় প্রবীণদেরও এই ধরনের হয়রানির মুখে পড়তে হয় বলে অভিযোগ৷ সরকারি অফিসে এটাই দস্তুর বলে মুখে এসব মেনে নিতে হয় সাধারণ মানুষকে৷
নয়ডা অথোরিটির রেসিডেন্সিয়াল দফতরে গিয়েও একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল এক বৃদ্ধকে৷ সরকারি নথি সংক্রান্ত কিছু কাজেই ওই দফতরে গিয়েছিলেন প্রবীণ ওই ব্যক্তি৷ অভিযোগ, হাতে কোনও কাজ না থাকলেও অকারণ ওই বৃদ্ধকে এক ঘণ্টা ঠায় দাঁড় করিয়ে রাখেন দফতরের এক কর্মী৷
advertisement
advertisement
এই ঘটনার কথা জানতে পারেন নয়ডা অথোরিটির সিইও৷ সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধের কাজ দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মীকে নির্দেশ পাঠান তিনি৷ অভিযোগ, খোদ দফতরের শীর্ষ কর্তার নির্দেশের পরেও কাজ হয়নি৷ ওই বৃদ্ধকে অপেক্ষাই করে থাকতে৷ ফের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ সিইও নিজেই ওই দফতরে এসে হাজির হন৷ এর পর দফতরের সব কর্মীকে ২০ মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার শাস্তি দেন তিনি৷ এই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, নয়ডা অথোরিটির রেসিডেন্সিয়াল দফতরের কর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছেন৷
advertisement
advertisement
জানা গিয়েছে, নয়ডা অথোরিটির সিইও লোকেশ এম আগেই দফতরের কর্মীদের উপরে নজরদারি চালাতে ইতিমধ্যেই গোটা দফতরের ভিতরে এবং বাইরে সিসিটিভি বসিয়েছেন৷ হাতে কাজ না থাকা সত্ত্বেও যে ওই বৃদ্ধকে কর্মীরা দাঁড় করিয়ে রেখেছেন, সিসিটিভি-র মাধ্যমেই তা দেখতে পান ওই সরকারি কর্তা৷ এর পরেই ব্যবস্থা নেন তিনি৷ ওই সরকারি কর্তার কথায়, ‘সিসিটিভি-তেই আমি দেখতে পাই ওই বৃদ্ধকে অকারণ অপেক্ষা করিয়ে রাখা হয়েছে৷ সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মীকে ওনার কাজ করে দেওয়ার নির্দেশ দিই আমি৷ তার পরেও কাজ না হওয়ায় দফতরের সব কর্মীকে কুড়ি মিনিট দাঁড়িয়ে কাজ করার নির্দেশ দিই৷’
advertisement
নয়ডার সেক্টর ৬-এর ওই অফিসটিতে দৈনিক প্রায় ১০০০ মানুষ বিভিন্ন ধরনের কাজে আসেন৷ তাঁদের অনেকেই দফতরের কর্মীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলতেন৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই যেমন নয়ডা অথোরিটির সিইও-র প্রশংসা করেছেন, পাশাপাশি অভিযুক্ত কর্মীদের বেতন কেটে নেওয়ার দাবিও তুলেছেন কেউ কেউ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Government office harassment: বৃদ্ধকে এক ঘণ্টা অকারণ হয়রানি, সরকারি কর্মীদের উচিত শিক্ষা দিলেন আধিকারিক!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement