Government office harassment: বৃদ্ধকে এক ঘণ্টা অকারণ হয়রানি, সরকারি কর্মীদের উচিত শিক্ষা দিলেন আধিকারিক!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নয়ডা অথোরিটির সিইও লোকেশ এম আগেই দফতরের কর্মীদের উপরে নজরদারি চালাতে ইতিমধ্যেই গোটা দফতরের ভিতরে এবং বাইরে সিসিটিভি বসিয়েছেন৷
নয়ডা: সরকারি অফিসে কোনও কাজে গিয়ে অকারণ হয়রানি এবং টালবাহানার মুখে পড়ার অভিজ্ঞতা অনেকেরই হয়৷ এমন কি, অনেক সময় প্রবীণদেরও এই ধরনের হয়রানির মুখে পড়তে হয় বলে অভিযোগ৷ সরকারি অফিসে এটাই দস্তুর বলে মুখে এসব মেনে নিতে হয় সাধারণ মানুষকে৷
নয়ডা অথোরিটির রেসিডেন্সিয়াল দফতরে গিয়েও একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল এক বৃদ্ধকে৷ সরকারি নথি সংক্রান্ত কিছু কাজেই ওই দফতরে গিয়েছিলেন প্রবীণ ওই ব্যক্তি৷ অভিযোগ, হাতে কোনও কাজ না থাকলেও অকারণ ওই বৃদ্ধকে এক ঘণ্টা ঠায় দাঁড় করিয়ে রাখেন দফতরের এক কর্মী৷
advertisement
advertisement
এই ঘটনার কথা জানতে পারেন নয়ডা অথোরিটির সিইও৷ সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধের কাজ দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মীকে নির্দেশ পাঠান তিনি৷ অভিযোগ, খোদ দফতরের শীর্ষ কর্তার নির্দেশের পরেও কাজ হয়নি৷ ওই বৃদ্ধকে অপেক্ষাই করে থাকতে৷ ফের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ সিইও নিজেই ওই দফতরে এসে হাজির হন৷ এর পর দফতরের সব কর্মীকে ২০ মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার শাস্তি দেন তিনি৷ এই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, নয়ডা অথোরিটির রেসিডেন্সিয়াল দফতরের কর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছেন৷
advertisement
नोएडा अथॉरिटी में एक बुजुर्ग दंपति फाइल पास कराने के लिए भटक रहे थे, लेकिन सुनवाई नहीं हो रही थी।
CEO ने ये देख सभी कर्मचारियों को 30 मिनट तक खड़े होकर काम करने की सजा सुनाई !! pic.twitter.com/yUgMZlu4xE
— Sachin Gupta (@SachinGuptaUP) December 17, 2024
advertisement
জানা গিয়েছে, নয়ডা অথোরিটির সিইও লোকেশ এম আগেই দফতরের কর্মীদের উপরে নজরদারি চালাতে ইতিমধ্যেই গোটা দফতরের ভিতরে এবং বাইরে সিসিটিভি বসিয়েছেন৷ হাতে কাজ না থাকা সত্ত্বেও যে ওই বৃদ্ধকে কর্মীরা দাঁড় করিয়ে রেখেছেন, সিসিটিভি-র মাধ্যমেই তা দেখতে পান ওই সরকারি কর্তা৷ এর পরেই ব্যবস্থা নেন তিনি৷ ওই সরকারি কর্তার কথায়, ‘সিসিটিভি-তেই আমি দেখতে পাই ওই বৃদ্ধকে অকারণ অপেক্ষা করিয়ে রাখা হয়েছে৷ সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মীকে ওনার কাজ করে দেওয়ার নির্দেশ দিই আমি৷ তার পরেও কাজ না হওয়ায় দফতরের সব কর্মীকে কুড়ি মিনিট দাঁড়িয়ে কাজ করার নির্দেশ দিই৷’
advertisement
নয়ডার সেক্টর ৬-এর ওই অফিসটিতে দৈনিক প্রায় ১০০০ মানুষ বিভিন্ন ধরনের কাজে আসেন৷ তাঁদের অনেকেই দফতরের কর্মীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলতেন৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই যেমন নয়ডা অথোরিটির সিইও-র প্রশংসা করেছেন, পাশাপাশি অভিযুক্ত কর্মীদের বেতন কেটে নেওয়ার দাবিও তুলেছেন কেউ কেউ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 17, 2024 7:18 PM IST