মাণিক নয়, এবার ‘হিরে’ চাই, ত্রিপুরায় ডাক মোদির

Last Updated:

মাণিক নয়, এবার ‘হিরে’ চাই, ত্রিপুরায় ডাক মোদির

#আগরতলা: আগামী ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সরকারের খাস গড়ে দাঁড়িয়েই মাণিক বিদায়ের ডাক দিলেন নরেন্দ্র মোদি ৷ রাজধানী আগরতলা থেকে ৮০ কিমি দূরে অবস্থিত সোনামুড়ার জনসভা থেকে মোদির বার্তা, ‘মাণিক নয়, এবার HIRA চাই ৷’
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বিঁধে তাঁর মন্তব্য,
‘ভাগ্য বদলাতে অনেকে ঝুটো গ্রহরত্ন ধারণ করেন। তবে ত্রিপুরাবাসীর উচিত নকল মানিক ছেড়ে হিরের হার পরার।’
এখানে মাণিক বলতে মোদি বাম মুখ্যমন্ত্রী মাণিক সরকারকে বোঝালেও হিরে শব্দের মধ্য দিয়ে জনগণের সরকারের কাছে চাহিদা ও দাবিকেই তুলে ধরেছেন ৷ জনসভায় স্লোগানটি আওড়ানোর পর তিনি নিজেই হিরে শব্দটির অন্তর্নিহিত অর্থ বিস্তারিতভাবে বুঝিয়ে দেন ৷
advertisement
advertisement
মোদি বলেন, আমাদের এবার ত্রিপুরার জন্য চাই HIRA ৷ H মানে উন্নত সড়ক পথ, I অর্থাৎ ইন্টারনেট যোগাযোগ, R মানে রেল পরিষেবা এবং A বলতে এয়ারওয়েজ মানে উন্নত বিমান ব্যবস্থা ৷ সরকারের উচিত রাজ্যবাসীর জন্য এই পরিষেবাগুলিকে আরও সুযোগ্যভাবে গড়ে তোলা ৷
একইসঙ্গে ত্রিপুরাকে উন্নত করার লক্ষ্যে বাম শাসনকে হটিয়ে বিজেপিকে সরকারে আনার পক্ষে সওয়াল করলেন নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে, ত্রিপুরায় বিজেপি সরকার গড়লে সেখানে তিন T-এর সমন্বয় হবে ৷ T-ট্রেড অর্থাৎ ব্যবসা, T-ট্যুরিজম অর্থাৎ পর্যটন এবং বেকার যুবক-যুবতীদের চাকরি পাওয়ার লক্ষ্যে ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষণ দেবে সরকার ৷
advertisement
মোদির বক্তব্যে প্রতিটি ছত্রে এই বার্তায় ফুটে ওঠে যে, বিজেপি এবার ত্রিপুরায় সরকার গড়লে সাধারণ মানুষের জীবনে অনেক পরিবর্তন আসবে ৷ সরকারি পরিষেবাগুলি আরও উন্নত করার লক্ষ্যে কাজ করবে বিজেপি ৷
উত্তরপূর্বে এই রাজ্য দখল করতে চেষ্টার কোনও ক্রুটি রাখতে চাইছে না গেরুয়া বাহিনী ৷ উল্লেখ্য, সোনামুড়া সাবডিভিশনের অন্তর্গত ধানপুর বিধানসভা কেন্দ্র ৷ আসন্ন বিধানসভা ভোটের জন্য ধানপুর কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে নমিনেশন পেপার জমা দিয়েছেন বাম মুখ্যমন্ত্রী মাণিক সরকার ৷ নির্বাচনের আগে সমস্ত প্রচারের আলো কেড়ে নিতে বাম মুখ্যমন্ত্রীর খাস তালুকেই মোদির সভার আয়োজন করে গেরুয়া বাহিনী ৷
advertisement
শুধু মোদি নন, এই রাজ্যে গেরুয়া শিবিরে হয়ে ভোট প্রচারে আসবেন অমিত শাহ, স্মৃতি ইরানির মতো প্রথম সারির ৪০ জন নেতা ৷ বাঙালি ভোট ব্যাঙ্কে নজর রেখে সেখানে প্রচারে যাচ্ছেন বাবুল সুপ্রিয়, রূপা গঙ্গোপাধ্যায়ের মতো পরিচিত মুখ ৷
এরপর আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি আগরতলায় নরেন্দ্র মোদির রোড শো করারও কথা রয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মাণিক নয়, এবার ‘হিরে’ চাই, ত্রিপুরায় ডাক মোদির
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement