কোনও শত্রু রাখবে না ভারত, মহাকাশ থেকেই হবে নজরদারি! ১৫০ কোটিতে তৈরি হচ্ছে দেশের এই নতুন 'গুপ্তচর' অস্ত্র!
- Published by:Tias Banerjee
Last Updated:
ভারত মহাকাশে নজরদারি প্রকল্প শুরু করেছে, যার বার্ষিক খরচ ১৫০ কোটি টাকা! বেঙ্গালুরুর স্পেস স্টার্টআপ দিগন্তর এই প্রকল্পের দায়িত্বে। কী ভাবে কাজ করে এটা? জেনে নিন।
জাতীয় সুরক্ষা আরও জোরদার করতে মহাকাশে নজরদারির দিকে ঝুঁকছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে শুরু হয়েছে একটি বিশেষ স্যাটেলাইট নজরদারি প্রকল্প, যার মাধ্যমে শত্রু দেশের গুপ্তচর বা সন্দেহভাজন তৎপরতা আগেভাগেই চিহ্নিত করা যাবে। গোটা প্রকল্পের বার্ষিক খরচ প্রায় ১৫০ কোটি টাকা এবং এটি ২০২৬ সালের মধ্যে পুরোপুরি চালু হয়ে যাবে।
এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের দায়িত্ব পেয়েছে বেঙ্গালুরু-ভিত্তিক স্পেস স্টার্টআপ দিগন্তর। এটাই এখন পর্যন্ত দেশের বেসরকারি স্পেস কোম্পানির হাতে প্রতিরক্ষা মন্ত্রকের সবচেয়ে বড় প্রকল্প বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement

advertisement
১৫০ কোটিতে তৈরি হচ্ছে ভারতের ‘স্পেস আর্মার’, শত্রু দেশের গুপ্তচরের উপর নজরদারি করবে স্যাটেলাইট, ২০২৬-এর মধ্যেই প্রস্তুত হবে সম্পূর্ণ ব্যবস্থা!
কী বিশেষত্ব এই ব্যবস্থার?
এই নতুন স্যাটেলাইট সিস্টেমের মূল লক্ষ্য হল—ভারতের দিকে লক্ষ্য করে চালানো যেকোনো বিদেশি নজরদারি বা গুপ্তচরবৃত্তি দ্রুত চিহ্নিত ও প্রতিহত করা।
advertisement
বর্তমানে ISRO-র ‘নেত্র’ সিস্টেম মহাকাশের ধ্বংসাবশেষ ও স্যাটেলাইটের অবস্থান নজরদারি করে, কিন্তু এই নতুন সিস্টেম একান্তভাবেই ডিফেন্স সার্ভেইলেন্সের জন্য তৈরি হচ্ছে।
এই স্যাটেলাইটগুলো এমনভাবে ডিজাইন করা হবে যাতে তারা একে অপরের সঙ্গে সংযুক্ত থেকে রিয়েল-টাইমে ডেটা দেশের বিভিন্ন গ্রাউন্ড স্টেশনে পাঠাতে পারে। পুরো প্রযুক্তি ও নির্মাণ হবে ভারতীয় প্রযুক্তিতে। এই অপারেশনের জন্য বেঙ্গালুরুতেই তৈরি হতে পারে একটি কন্ট্রোল সেন্টার।
advertisement
এই প্রকল্পকে কেন্দ্র করে স্পষ্ট হয়েছে যে ভারতের বেসরকারি স্পেস সেক্টরের উপর সরকারের আস্থা দিন দিন বেড়ে চলেছে। দিগন্তর এর আগে আমেরিকার ডিফেন্স এজেন্সি DARPA-র কাছ থেকেও একটি চুক্তি পেয়েছে। একইভাবে ভারতীয় স্টার্টআপ Pixel সম্প্রতি NASA-র সঙ্গেও কাজ করছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 15, 2025 12:53 PM IST