স্কুলে হিন্দি আবশ্যিক? তামিল-চাপে কেন্দ্র বলল, এটি একটি প্রস্তাব মাত্র

Last Updated:

একটি বিবৃতিতে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, স্কুলে আবশ্যিক তিনটি ভাষার মধ্যে হিন্দি রাখার বিষয়টি নিয়ে কমিটি একটি খসড়া প্রস্তাব দিয়েছে৷ সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানার জন্যই ওই খসড়া প্রস্তাব৷

#নয়াদিল্লি: তামিলনাড়ু থেকে কড়া হুঁশিয়ারি ও বিভিন্ন মহলে তীব্র সমালোচনার জেরে স্কুলে হিন্দি ভাষা আবশ্যিক নিয়ে ঢোঁক গিলল কেন্দ্র৷ প্রবল চাপের মুখে পড়ে কেন্দ্রীয় মানব সম্পদন উন্নয়ন মন্ত্রক৷ জানাল, এটা স্রেফ একটি প্রস্তাব মাত্র৷ কেন্দ্রের নীতি নয়৷
advertisement
একটি বিবৃতিতে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, স্কুলে আবশ্যিক তিনটি ভাষার মধ্যে হিন্দি রাখার বিষয়টি নিয়ে কমিটি একটি খসড়া প্রস্তাব দিয়েছে৷ সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানার জন্যই ওই খসড়া প্রস্তাব৷ কেন্দ্র এ বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত নেয়নি৷ রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷
advertisement
কেন্দ্রের শিক্ষা নীতি নিয়ে বিজ্ঞানী কে কস্তুরিরঙ্গনের নেতৃত্বে প্যানেল একটি খসড়া প্রস্তাব জমা দেয়৷ সেই প্রস্তাবে বলা হয়, স্কুলে তিনটি ভাষা আবশ্যিক করা হোক৷ ইংরেজি, সংশ্লিষ্ট রাজ্যের আঞ্চলিক ভাষার পাশাপাশি হিন্দিও আবশ্যিক হবে৷ এরপরই গর্জে ওঠে তামিলনাড়ু৷ ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন জানিয়ে দেয়, তামিলনাড়ুর স্কুলে হিন্দি ভাষা চাপালে আগুন জ্বলবে৷
advertisement
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, কোনও বিশেষ ভাষা কোনও অঞ্চলে জোর করে চাপানো হবে না৷
বাংলা খবর/ খবর/দেশ/
স্কুলে হিন্দি আবশ্যিক? তামিল-চাপে কেন্দ্র বলল, এটি একটি প্রস্তাব মাত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement