তোষণ ও পরিবারতন্ত্রের পরাজয়, অনাস্থা প্রসঙ্গে কংগ্রেসকে বিঁধলেন অমিত শাহ
Last Updated:
তোষণ ও পরিবারতন্ত্রের পরাজয়, অনাস্থা প্রসঙ্গে কংগ্রেসকে বিঁধলেন অমিত শাহ
#নয়াদিল্লি: অনাস্থা ভোটে জয়লাভ করেছে নরেন্দ্র মোদির নেতৃত্বধীন এনডিএ সরকার । শুক্রবার লোকসভায় অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দেন ৩২৫ জন সাংসদ। প্রস্তাবের পক্ষে ভোট দেন ১২৬ জন সাংসদ।১৯৯ ভোটে এই অনাস্থা প্রস্তাবকে প্রায় নস্যাৎ করে দিয়েছে শাসকদল । এরপরই বিরোধী পক্ষকে কটাক্ষ করেছেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ ।
একের পর এক টুইটে তিনি আক্রমণ করেছে বিরোধী পক্ষকে। মূলত কংগ্রেসকেই বিঁধেছেন শাহ । একটি টুইটে তিনি পরোক্ষভাবে রাহুল গান্ধির বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ তুলেছেন । তিনি লিখেছেন অনাস্থাভোটে শাসকদলের জয় আসলে গণতন্ত্রের জয় ও পরিবারতন্ত্রের পরাজয় । তিনি আরও একধাপ এগিয়ে গিয়ে লিখেছেন এদেশে তোষণ, পরিবারতন্ত্র ও জাতপাতেরর রাজনীতির জনক কংগ্রেস ও সেইজন্যই ভোটাররা দরিদ্র পরিবারের জন্মগ্রহণ করা এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করেছেন সেটাই মানতে পারছেন না তাঁরা। কংগ্রেস আরও একবার দেশের মানুষের কাছে নিজেদের আসল রূপ প্রকাশ করল ।
advertisement
अविश्वास प्रस्ताव में मोदी सरकार की जीत लोकतंत्र की जीत और परिवारवाद की हार है। आज फिर परिवारवाद, जातिवाद और तुष्टीकरण की जनक कांग्रेस ने देश की जनता द्वारा चुने एक गरीब परिवार में जन्मे आम व्यक्ति के प्रधानमंत्री बनने के प्रति अपनी नफरत और अस्वीकार्यता को पुनः प्रमाणित किया है।
— Amit Shah (@AmitShah) July 20, 2018
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2018 8:26 AM IST