Exit Poll Result of Lok Sabha Election 2019: ক্ষমতায় ফিরছে বিজেপি-র নেতৃত্বে এনডিএ, ফেডারেল ফ্রন্টের আশায় জল

Last Updated:

General Elections 2019 Exit Poll: News18IPSOSExitPoll রেজাল্ট বলছে, ভরাডুবিই হতে চলেছে ফেডারেল ফ্রন্টের৷ ষষ্ঠ দফা পর্যন্ত ভোটের পর বুথ ফেরত সমীক্ষা বলছে, ষষ্ঠ দফা পর্যন্ত হওয়া লোকসভার ৪৮৩টি আসনের মধ্যে এনডিএ জোট পাচ্ছে ২৯২ থেকে ৩১২টি আসন৷

#নয়াদিল্লি: তোড়জোড় চলছিল অনেক আগে থেকেই৷ লক্ষ্য একটাই, বিজেপি-কে ক্ষমতাচ্যূত করা৷ কথা হচ্ছে ফেডারেল ফ্রন্টের৷ এক ছাতার তলায় তৃণমূল কংগ্রেস, তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, চন্দ্রবাবু নায়ডুর তেলগু দেশম পার্টি, ডিএমকে, শরদ পাওয়ারের এনসিপি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি-সহ বিজেপি বিরোধী সব আঞ্চলিক দলগুলি৷ ফেডারেল ফ্রন্ট গঠনের প্রস্তুতি যখন তুঙ্গে, তখন ষষ্ঠ দফার শেষে কী বলছে এগজিট পোল? ফেডারেল ফ্রন্টের কি ভরাডুবি? নাকি বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে ফেডারেল ফ্রন্টের কাঙ্খিত ইচ্ছাই পূর্ণ হতে চলেছে?
News18IPSOSExitPoll রেজাল্ট বলছে, ভরাডুবিই হতে চলেছে ফেডারেল ফ্রন্টের৷ ষষ্ঠ দফা পর্যন্ত ভোটের পর বুথ ফেরত সমীক্ষা বলছে, ষষ্ঠ দফা পর্যন্ত হওয়া লোকসভার ৪৮৩টি আসনের মধ্যে এনডিএ জোট পাচ্ছে ২৯২ থেকে ৩১২টি আসন৷ এবং একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি পাচ্ছে ২৪২টি থেকে ২৫২টি আসন৷ ইউপিএ জোট পাচ্ছে ৬২ থেকে ৭২টি৷
বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ষষ্ঠ দফার ভোট পর্যন্ত অন্যান্য দলগুলি সাকুল্যে ১০২ থেকে ১১২টি আসন পাচ্ছে৷ অর্থাত্‍‌ যে দলগুলি ফেডারেল ফ্রন্ট গঠনের চেষ্টা করছে, সেই আঞ্চলিক দলগুলির মোট প্রাপ্ত আসন ১০২ থেকে ১১২টি৷ তার মধ্যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে ২৫ থেকে ৩৩টি আসন৷ সমাজবাদী পার্টি পাচ্ছে ৫ থেকে ৮টি আসন৷ বহুজন সমাজ পার্টি পেতে চলেছে ৫ থেকে ৮টি আসন৷ কে চন্দ্রশেখর রাওয়ের তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতি পাচ্ছে ১১ থেকে ১৩টি আসন৷ নবীন পট্টনায়েকের বিজেডি পাচ্ছে ১২ থেকে ১৪টি আসন৷ ওয়াইএসআর কংগ্রেস পাচ্ছে ১২ থেকে ১৪টি আসন৷ বামেরা পাচ্ছে ১১টি থেকে ১৩টি আসন৷ গোটা দেশে একটিও আসন পাচ্ছে না অরবিন্দ কেজরিওয়ালের আপ৷
advertisement
advertisement
টিডিপি পাচ্ছে ১১ থেকে ১৩টি আসন৷ অন্যান্যরা পাচ্ছে ৬ থেকে ৮টি আসন৷ অর্থাত্‍‌ আঞ্চলিক দলগুলির সবার আসন যোগ করলে ১০২ থেকে ১১২টির মধ্যে রয়ে যাচ্ছে৷ যদিও কয়েকটি জনমত সমীক্ষায় আঞ্চলিক দলগুলির একসঙ্গে ১৬০-এর বেশি আসনের সম্ভাবনা দেখানো হয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Exit Poll Result of Lok Sabha Election 2019: ক্ষমতায় ফিরছে বিজেপি-র নেতৃত্বে এনডিএ, ফেডারেল ফ্রন্টের আশায় জল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement