তালিকায় নাম না থাকলেও তাঁদের বিরুদ্ধে নেওয়া যাবে না কোনও হঠকারি সিদ্ধান্ত, জানাল শীর্ষ আদালত
Last Updated:
তালিকায় নাম না থাকলেও তাঁদের বিরুদ্ধে নেওয়া যাবে না কোনও হঠকারি সিদ্ধান্ত, জানাল শীর্ষ আদালত
#নয়াদিল্লি: অসম নাগরিকপঞ্জি প্রসঙ্গে এবার কঠোর নির্দেশিকা জারি করল শীর্ষ আদালত । বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ অসম সরকারকে জানিয়েছে এনআরসি খসড়া তালিকার ভিত্তিতে কাউকে দেশ থেকে বিতাড়িত করা যাবে না । নাগরিকপঞ্জির অজুহাতে কারোর বিরুদ্ধে নেওয়া যাবে না কোনও আইনি ব্যবস্থাও ।
ওই বেঞ্চ জানিয়েছে এটি শুধুমাত্র একটি খসড়া তালিকা । এই বিষয়ে পরবর্তী পদ্ধতিগুলিও আইন মেনেই নিতে হবে । তাই নাগরিকপঞ্জির উপর ভিত্তি করে কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নিতে পারবে না সরকার । সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও নাগরিক আইন মেনে চলার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ।
অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপালকে এই বিষয় নিয়ে একটি প্রাথমিক কার্যসূচী প্রস্তুত করার আর্জি জানিয়েছে ওই বেঞ্চ । ১৬ অগস্ট এই কার্যসূচী পেশ করা হবে ।
advertisement
advertisement
প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশে মেনেই অসমে প্রকাশিত হয়েছে এই নাগরিকপঞ্জি । শীর্ষ আদালতের সকল নির্দেশিকা মেনেই কাজ করেছেন এনআরসি কর্তারা ও আদালতের নির্দেশ মেনেই সবরকম সহযোগিতা করেছে সোনোয়াল সরকার । এর আগেও বিচারপতি ভেনুগোপাল সুপ্রিম কোর্টে তালিকায় যাদের নাম নেই তাঁদের সাথে যাতে কোনওরকম অন্যায় আচরণ না করা হয়, এ বিষয়টি নিয়ে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছিলেন ।
advertisement
নাগরিকপঞ্জি প্রকাশিত হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এনআরসি কোঅর্ডিনেটর প্রতীক হাজেলা ৩০ জুলাই আদালতে সম্মতি প্রতিবেদন জমা দিয়েছেন । এরপর নির্দিষ্ট বেঞ্চ জানিয়েছে চূড়ান্ত খসড়া প্রকাশিত হবে ৭ অগস্ট ও ৮ অগস্ট থেকে তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে তাঁদের কাছে এরকম হওয়ার কারণ জানিয়ে চিঠি পাঠানো হবে ।
advertisement
ওই রিপোর্ট অনুযায়ী তালিকায় যাঁদের নাম নেই তাঁরা ৩০ অগস্ট থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে আপিল করতে পারবেন । এনআরসি সেবাকেন্দ্র চলবে আপিল গ্রহণের কাজ ।
advertisement
সমগ্র এনআরসি বিষয়টি নিয়েই সঠিক আইনি পদ্ধতি মেনে চলা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । প্রত্যেককেই সুযোগ দেওয়া হবে নিজেদের নাম তালিকাভুক্ত করার ।১৬ অগস্ট এবিষয়ে পরবর্তী শুনানি হবে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2018 5:07 PM IST